ঢাকা, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬,
সময়: ০৪:০০:২২ PM

আজ আরাফাত রহমান কোকোর ১১তম মৃত্যুবার্ষিকী

ষ্টাফ রিপোটার।। দৈনিক সমবাংলা
24-01-2026 01:19:09 PM
আজ আরাফাত রহমান কোকোর ১১তম মৃত্যুবার্ষিকী

আজ শনিবার (২৪ জানুয়ারি) বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র, বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের ছোট ভাই এবং বিশিষ্ট ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকোর ১১তম মৃত্যুবার্ষিকী।দিবসটি উপলক্ষে সকাল থেকেই বনানী কবরস্থানে কোকোর কবরের পাশে কোরআন তেলাওয়াত করছেন আলেম ও হাফেজরা। শ্রদ্ধা জানাতে আসছেন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী।২০১৫ সালের ২৪ জানুয়ারি দেশের রাজনৈতিক অস্থিরতার এক কঠিন সময়ে মালয়েশিয়ায় আকস্মিকভাবে মৃত্যুবরণ করেন আরাফাত রহমান কোকো। সে সময় তার মা খালেদা জিয়া গুলশানে নিজ কার্যালয়ে আইনশৃঙ্খলা বাহিনীর অবরোধে ছিলেন। প্রিয় পুত্রের মৃত্যুতে সারা দেশে শোকের ছায়া নেমে আসে। মায়ের পক্ষে শেষবার সন্তানের মুখ দেখার বিষয়টি নিয়েও সে সময় রাজনীতির নোংরা কৌশলের সাক্ষী হতে হয় দেশবাসীকে।

মৃত্যুকালে কোকোর বয়স ছিল ৪৫ বছর। চার দিন পর ২৮ জানুয়ারি তার মরদেহ দেশে আনা হয়। বায়তুল মোকাররম জাতীয় মসজিদে জানাজা শেষে বনানী কবরস্থানে তাকে দাফন করা হয়।

একজন সাবেক রাষ্ট্রপতি ও সাবেক প্রধানমন্ত্রীর সন্তান হওয়া সত্ত্বেও আরাফাত রহমান কোকো দীর্ঘদিন সাধারণ মানুষের আড়ালেই ছিলেন।২০০৭ সালের ৩ সেপ্টেম্বর ১/১১-এর সেনাসমর্থিত সরকারের সময়ে মা বেগম খালেদা জিয়ার সঙ্গে গ্রেপ্তার হওয়ার পরই তিনি মূলত দেশবাসীর নজরে আসেন।
রিমান্ডে নেওয়ার পর শারীরিক ও মানসিক নির্যাতনের ফলে তার শরীরে মারাত্মক জটিলতা দেখা দেয়। বিশেষ করে হৃদ্‌যন্ত্রের সমস্যায় ভুগতে শুরু করেন তিনি। সে সময় সংবাদমাধ্যমে প্রকাশিত ছবি ও টেলিভিশনের ফুটেজে প্রায়ই তাকে বুক চেপে ধরে থাকতে দেখা যেত। ২০০৮ সালের ১৭ জুলাই জামিনে মুক্তি পেয়ে চিকিৎসার জন্য তিনি সপরিবারে থাইল্যান্ড যান।

পরবর্তীতে মালয়েশিয়ায় বসবাস শুরু করেন। গুরুতর অসুস্থতার পাশাপাশি দেশে মায়ের ওপর চলমান নিপীড়নের খবরে তিনি মানসিকভাবে চরম উদ্বেগের মধ্যেই দিন কাটাচ্ছিলেন। এরই মধ্যে আকস্মিকভাবে তার জীবনাবসান ঘটে।