ঢাকা, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬,
সময়: ১২:৫০:৪১ AM

ঢাকায় জামায়াত-বিএনপি সংঘর্ষ আহত ১৬

ষ্টাফ রিপোটার।। দৈনিক সমবাংলা
20-01-2026 09:41:14 PM
ঢাকায় জামায়াত-বিএনপি সংঘর্ষ আহত ১৬

রাজধানীর মিরপুর এলাকায় স্থানীয় বিএনপি ও জামায়াতে ইসলামী নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পুরো এলাকা উত্তপ্ত হয়ে উঠেছে। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত কয়েক দফায় সংঘর্ষে অন্তত ১৬ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।মঙ্গলবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় মিরপুরের পীরেরবাগ ৬০ ফিট এলাকার আল মোবারক মসজিদের সামনে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, সন্ধ্যায় মাগরিবের নামাজের পর জামায়াত নেতাকর্মী ও স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় অন্তত ১৬ জনের মতো জামায়াত সদস্য আহত হওয়ার খবর পাওয়া গেছে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর জোনের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মইনুল হক সংঘর্ষের খবর নিশ্চিত করেছেন। ‎তিনি বলেন, সন্ধ্যায় সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গেছে। তবে কী নিয়ে ঘটনা তা এখনো বিস্তারিত জানা যায়নি।