শেরপুর শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শেষ হলো “জেলা প্রশাসক টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৫”। শেরপুর জেলা ক্রীড়া সংস্থা আয়োজনে ও উত্তরা স্পেশালাইজড হাসপাতাল ও বৈশাখী প্লাজা এর সহযোগিতায় মাসব্যাপী চলা এই টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে আজ জেলা ক্রীড়াঙ্গনে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন শেরপুরের জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাকিল আহমেদ। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, “যুবসমাজকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। এই টুর্নামেন্টের মাধ্যমে জেলা থেকে দক্ষ ক্রিকেটার তৈরি হবে যারা ভবিষ্যতে জাতীয় পর্যায়ে অবদান রাখবে।”
বিশেষ অতিথি শেরপুর অস্থায়ী সেনাক্যাম্পের কমান্ডার মেজর তারেক আজিজ, অতিরিক্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমান ভূঁইয়া এবং জেলা ক্রীড়া কর্মকর্তা ধীরেন্দ্র চন্দ্র সরকার, শেরপুর জেলা ক্রীড়া সংস্থা এডহক কমিটির ফরিদ আহমেদ লুলু। ফাইনাল খেলায় শেরপুর একটিভ ক্লাব বনাম ঝিনাইগাতী একাদশ অংশগ্রহণ করেন। শেরপুর একটিভ ক্লাব প্রথম টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন ৭৯ রানে অলআউট হয়ে যান ঝিনাইগাতে একাদশ ২ উইকেট হারিয়ে কাঙ্খিত লক্ষ্যে পৌঁছে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হন প্রত্যয় ও ফাইনাল খেলায় ম্যান অফ দ্যা ম্যাচ হন আসিফ।