আগামী জাতীয় নির্বাচনে কোনো ধরনের ব্যত্যয় ঘটলে বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠার স্বপ্ন ব্যাহত হবে এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব মারাত্মক হুমকির মুখে পড়বে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।তিনি বলেন, একটি সুষ্ঠু, স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচনই পারে বাংলাদেশকে একটি গণতান্ত্রিক ও বসবাসযোগ্য রাষ্ট্রে রূপ দিতে।বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী পেশাজীবী দলের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। শামসুজ্জামান দুদু বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ হয়েছিল গণতন্ত্র ও স্বাধীনতার জন্য, যাতে এ দেশের মানুষ সম্মানের সঙ্গে বাঁচতে পারে এবং দুবেলা দুমুঠো খেতে পারে।কিন্তু আজ বাস্তবতা ভিন্ন। দেশে ৪০ থেকে ৫০ লাখ শিক্ষিত ও অশিক্ষিত বেকার রয়েছে, যাদের জন্য কাজের সুযোগ নেই। এই সংকট থেকে উত্তরণে কর্মসংস্থান সৃষ্টি করতে হলে নির্বাচিত সরকার দরকার।
তিনি বলেন, সেই কারণেই জনগণকে ভেবে-চিন্তে ভোট দিতে হবে।
অতীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বাংলাদেশে যে আমূল পরিবর্তন সাধিত হয়েছিল, জনগণ আজ আবার তেমন একটি সরকার প্রত্যাশা করে।
বিএনপির এই শীর্ষ নেতা বলেন, আমরা প্রত্যাশা করি, দেশের জনগণ প্রত্যাশা করে তারেক রহমানের নেতৃত্বে একটি সরকার আসবে, যে সরকার বাংলাদেশকে গণতান্ত্রিক ও বসবাসযোগ্য রাষ্ট্রে পরিণত করবে এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার দায়িত্ব নেবে।
সবাইকে ঐক্যবদ্ধ হয়ে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখে একটি গ্রহণযোগ্য নির্বাচনের দিকে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে সাবেক এই সংসদ সদস্য বলেন, আগামী মাসের ১২ তারিখ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। আর খুব বেশি সময় বাকি নেই।তাই নির্বাচনের প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
প্রধান উপদেষ্টা ড. মো. ইউনূসের উদ্দেশ্যে তিনি বলেন, বিগত স্বৈরাচার শাসকের আমলে নির্বাচনের নামে নিপীড়ন ও অত্যাচারে দেশের লাখ লাখ মানুষ মামলা-হামলায় জর্জরিত হয়েছে। অনেকে শহীদ হয়েছেন, অনেকে গুমের শিকার হয়েছেন। তারা ভালো নির্বাচন দেয়নি। আপনার ওপর এখন সেই দায়িত্ব এসে পড়েছে দেশে একটি গ্রহণযোগ্য, সুষ্ঠু ও ভালো নির্বাচন উপহার দেওয়ার।
বেগম খালেদা জিয়াকে স্মরণ করে শামসুজ্জামান দুদু বলেন, বেগম খালেদা জিয়ার নেতৃত্বে ১৬ থেকে ১৮ বছর ধরে যে আন্দোলন-সংগ্রাম হয়েছে, তার মূল লক্ষ্য ছিল একটি ভালো ও গ্রহণযোগ্য নির্বাচন। তিনি বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করেন এবং তার জন্য জান্নাতুল ফেরদৌস নসিবের জন্য দোয়া করেন।
নির্বাচন প্রসঙ্গে ছাত্রদলের সাবেক এই সভাপতি বলেন, একটি রাজনৈতিক দল আছে যারা লেভেল প্লেয়িং ফিল্ডের কথা বলছেন, যা একটি স্বচ্ছ নির্বাচনের জন্য অত্যন্ত জরুরি—যেটা আমরাও চাই। সেই দলটির সঙ্গে সরকারের সম্পর্ক বেশি রয়েছে। তাদের উচিত সরকারের সঙ্গে আলাপ-আলোচনা করে ত্রুটিগুলো সরাসরি তুলে ধরে সমাধানের উদ্যোগ নেওয়া। অন্যথায় জনগণ এসব বক্তব্যকে শুধু কথার কথা হিসেবেই দেখবে।
তিনি আরও বলেন, দেশের কৃষক, শ্রমিক ও খেটে খাওয়া মানুষ আজ চরম কষ্টে আছে। নিত্যপণ্যের দাম প্রতিদিন বাড়ছে। গত ১৭–১৮ মাসে বর্তমান সরকার ক্ষমতায় থাকলেও দ্রব্যমূল্য কমেনি, বরং বেড়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেন।
শামসুজ্জামান দুদু বলেন, ভালো নির্বাচনের জন্য যেমন জনগণকে সতর্ক থাকতে হবে, তেমনি আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে যারা আছেন বিশেষ করে নেতৃত্ব পর্যায়ে তাদের আরও বেশি দায়িত্বশীল ও সতর্ক হতে হবে।জাতীয়তাবাদী পেশাজীবী দলের সভাপতি আরিফুল ইসলাম জিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন, জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদের সভাপতি গিয়াস উদ্দিন খোকনসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।