১৬ জানুয়ারী ২০২৬ রোজ শুক্রবারে জামালপুরের বক্শীগঞ্জের লাউচাপড়া পর্যটন কেন্দ্রে আমরা ৯৩ এর বন্ধু মিলনমেলা অনুষ্ঠিত হলো, এতে, সারাদিন ব্যাপি খাবারের আয়োজন সহ সাংস্কৃতিক, খেলাধুলা, লটারী ইত্যাদি অনুষ্ঠান চলে, এখানে আমরা ৯৩ শেরপুর জেলা সকল শ্রেণী-পেশায় নিয়োজিত জনপ্রতিনিধি, বিশ্ববিদ্যালয়ের, কলেজ এবং মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক সরকারী বেসরকারী চাকুরীজীবি ব্যবসায়ী বন্ধুরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের শুরুতে সকল বন্ধুদের উদ্দেশ্য স্বাগত বক্তব্য রাখেন আমরা ৯৩ এর সভাপতি এডভোকেট নুরে আলম হিরা, তিনি সকলকে অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ জানান, অনুষ্ঠানের জন্য যারা অক্লান্ত পরিশ্রম করেছেন, তারা হলেন, কামরুল, এডভোকেট শিবলু, দোলন দে, নাফিউল ইসলাম, লিটন, হান্নান, সজিব, আরো অনেকে, আমরা৯৩ বন্ধুদের হৃদয়ে গেথে যিনি উৎসর্গ করেছেন তিনি মোঃ আসাদুল ইসলাম মাসুদ, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক, বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ফেডারেশন তিনি আমরা৯৩ শেরপুর জেলার সকল বন্ধুদের মাঝে লগো সহ গেঞ্জি বিতরণ করেছেন,এছাড়াও দীর্ঘদিন পর অনুষ্ঠানে এক বন্ধু আরেক বন্ধুকে কাছে পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন।