আনুষ্ঠানিকভাবে আজ নির্বাচনী প্রচারণা শুরু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)সহ বিভিন্ন রাজনৈতিক দল। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. রফিকূল ইসলাম সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও জালালাবাদ রাগিব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ধানের শীষের পক্ষে ভোট চেয়ে প্রচারণা কার্যক্রম শুরু করেন। প্রচারণাকালে তিনি হাসপাতালের চিকিৎসক, নার্স, কর্মকর্তা-কর্মচারী, রোগী ও তাদের স্বজনদের মাঝে বিএনপির “দেশ গড়ার পরিকল্পনা” শীর্ষক কর্মসূচির তথ্যসম্বলিত লিফলেট বিতরণ করেন। এসময় তিনি বিএনপির প্রণীত স্বাস্থ্য ও শিক্ষানীতি, ফ্যামিলি কার্ড কর্মসূচি এবং কৃষি বিপ্লব বাস্তবায়নে দলের পরিকল্পনা সম্পর্কে সংশ্লিষ্টদের অবহিত করেন।
প্রচারণা চলাকালে এক ইন্টার্ন চিকিৎসকের প্রশ্নের জবাবে স্বাস্থ্য সুরক্ষা আইন ও এর বাস্তবায়ন বিষয়ে ডা. রফিকূল ইসলাম বলেন, “বিএনপি স্বৈরাচার পতনের পর থেকেই স্বাস্থ্য সুরক্ষা আইন বাস্তবায়নের বিষয়ে ধারাবাহিকভাবে কথা বলে আসছে। এ লক্ষ্যে সকল স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা করে একটি কার্যকর ও গ্রহণযোগ্য নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে চিকিৎসক, নার্স, সেবাকর্মী ও রোগীসহ স্বাস্থ্যখাতের সঙ্গে সম্পৃক্ত সকল পক্ষের মতামতের ভিত্তিতে স্বাস্থ্য সুরক্ষা আইন বাস্তবায়ন করা হবে।”
তিনি আরও বলেন, দীর্ঘ ত্যাগ ও সংগ্রামের পর দেশের জনগণ আবারও ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেয়েছে। তাই তিনি সবাইকে নিজ নিজ পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন ও বন্ধু-বান্ধবদের সঙ্গে আলোচনা করে বিএনপির দেশ গড়ার পরিকল্পনাগুলো সুচিন্তিতভাবে বিচার-বিশ্লেষণ করে যথাযথভাবে ভোটাধিকার প্রয়োগ করার আহ্বান জানান।