ঢাকা, রবিবার, ২৫ মে ২০২৫,
সময়: ০৮:৫৮:০৩ PM

প্রধান উপদেষ্টার সঙ্গে বিকেলে বসছেন ২০ রাজনীতিক

স্টাফ রিপোটার।। দৈনিক সমবাংলা
25-05-2025 05:05:58 PM
প্রধান উপদেষ্টার সঙ্গে বিকেলে বসছেন ২০ রাজনীতিক

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে আজ রোববার যমুনায় সাক্ষাৎ করবেন বিভিন্ন রাজনৈতিক দলের ২০ জন নেতা।প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, আজ (২৫ মে) যথাক্রমে বিকেল ৫টা ও ৬টায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।প্রথম দফায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবেন- কর্নেল (অব.) অলি আহমেদ বীর বিক্রম, মাহমুদুর রহমান মান্না, সাইফুল হক, জোনায়েদ সাকি, হাসনাত কাইয়ুম, মুজিবর রহমান মঞ্জু, মুজাহিদুল ইসলাম সেলিম, খালেকুজ্জামান ভূঁইয়া, টিপু বিশ্বাস, শেখ রফিকুল ইসলাম বাবলু ও শহীদ উদ্দিন মাহমুদ স্বপন।দ্বিতীয় দফায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবেন- মাওলানা সাদিকুর রহমান, মাওলানা রেজাউল করিম, মাওলানা মামুনুল হক, মাওলানা আহমেদ আব্দুল কাদের, মাওলানা আজিজুল হক ইসলামাবাদি, মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, নুরুল হক নূর, মাওলানা মুসা বিন ইজহার ও মুফতি মাওলানা শাখাওয়াত হোসাইন রাযি।এরআগে শনিবার যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি, জামায়াত এবং এনসিপির প্রতিনিধিদলগুলোর বৈঠক অনুষ্ঠিত হয়।