
ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফার ২০ তম দিনের বৈঠক থেকে ওয়াকআউট করছেন বাংলাদেশ জাতীয়তাবাদীদল বিএনপি। সোমবার (২৮ জুলাই) বৈঠক শুরুর হওয়ার পর আলাপ আলোচনা শুরু হলে কিছু বিষয় নিয়ে একমত হতে পারে নি বিএনপির প্রতিনিধিদল। এ কারনেই কিছুক্ষণের মধ্যেই ওয়াকআউট করে দলটি। এখবর জানিয়েছেন বিএনপি’র পক্ষে আজকের বৈঠকে নেতৃত্বদানকারী নেতা দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ।