
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে তাঁদের দলের ওপর যে মাত্রার নিপীড়ন চালানো হয়েছে, তা অন্য কোনো দলের ক্ষেত্রে ঘটেনি। তিনি বলেন, ‘জামায়াত নেতাদের ফাঁসি দিয়ে শহীদ করা হয়েছে, আবার কারাগারে নির্মমভাবে হত্যা করা হয়েছে।’ বৃহস্পতিবার জামায়াতে ইসলামীর সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল সদ্য প্রয়াত ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দলের আমির এসব কথা বলেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির মো. নূরুল ইসলাম বুলবুল, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ড. আব্দুল মান্নান প্রমুখ।এ সময় ডা. শফিকুর রহমান বলেন, ‘আমরা যেভাবে অত্যাচারের শিকার হয়েছি, অন্য কোনো দল সেই মাত্রার জুলুমের মুখোমুখি হয়নি। আগামী দিনে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হলে আর কোনো স্বৈরাচারী শাসকের পুনরাবৃত্তি হবে না।’ তিনি আশাবাদ ব্যক্ত করেন, দলের কেন্দ্রীয় নেতা এ টি এম আজহারুল ইসলাম ন্যায়বিচার পাবেন এবং মুক্ত হয়ে দলের নেতৃত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। জামায়াত আমির বলেন, দলের নিবন্ধন ফিরে পাওয়ার বিষয়ে তাঁরা আশাবাদী।তিনি আইনজীবীদের প্রতি আহবান জানান, যেন তাঁরা ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের আদর্শ ধারণ করে সুবিচার প্রতিষ্ঠা করেন।
এর পাশাপাশি এক ফেসবুক পোস্টে আমিরে জামায়াত এ টি এম আজহারের মামলার শুনানি শেষ হওয়ার বিষয়টি উল্লেখ করে বলেন, ‘আদালত আগামী ২৭ মে রায়ের দিন নির্ধারণ করেছেন। আমরা দোয়া করি—আল্লাহ যেন আমাদের প্রিয় ভাইকে সুস্থ রাখেন, তাঁর ন্যায়বিচার নিশ্চিত করেন এবং মর্যাদা বাড়িয়ে দেন।’
অন্য একটি ফেসবুক পোস্টে ডা. শফিকুর রহমান প্রতিবেশী ভারতের খাগড়াছড়ি ও কুড়িগ্রাম সীমান্ত দিয়ে ১০২ জনকে বাংলাদেশে ‘পুশইন’ করার তীব্র নিন্দা জানান।তিনি বলেন, ‘বাংলাদেশ ও তার জনগণ মাথা উঁচু করে বাঁচতে চায়। আমরা মহান আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করব না।’
সরকারের প্রতি আহবান জানিয়ে জামায়াতের এই শীর্ষ নেতা বলেন, এই ইস্যুতে কোনো ধরনের দুর্বলতা প্রদর্শন করা যাবে না। আগ্রাসনের বিরুদ্ধে স্পষ্ট অবস্থান নেওয়ার পাশাপাশি জাতির মর্যাদা রক্ষায় কার্যকর পদক্ষেপ নিতে হবে।