ঢাকা, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫,
সময়: ০২:২৭:৪০ PM

জাতিসংঘ-ইউনিসেফ বড় বড় লেকচার দেয়:সারজিস

স্টাফ রিপোটার।। দৈনিক সমবাংলা
13-04-2025 06:27:29 PM
জাতিসংঘ-ইউনিসেফ বড় বড় লেকচার দেয়:সারজিস

ফিলিস্তিন ইস্যুতে জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ‘দেশের ৫৩-৫৪ বছরের ইতিহাসে সবচেয়ে বড় প্রতিবাদ সমাবেশ হয়েছে। ফিলিস্তিনের মজলুমদের পাশে দাঁড়াতে কোনো ব্যানার নিয়ে নয় দলমত নির্বিশেষে সবাই পাশে দাঁড়িয়েছে।’জাতিসংঘ-ইউনিসেফ মানবাধিকারের বড় বড় লেকচার দেয়। কিন্তু গাজায় সেটা তারা করেনি’, বলেন তিনি।রবিবার (১৩ এপ্রিল) দুপুরে পঞ্চগড় সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের নায়েক পাড়া এলাকায় শহীদ সাগর ইসলামের পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।সারজিস বলেন, অভ্যুত্থানের সবচেয়ে বড় দায়বদ্ধতা শহীদ ও আহতদের পরিবারের সঙ্গে থাকা। শহীদের পরিবারটা যেন আমাদের পরিবার হয়ে ওঠে। এক-দেড় হাজার পরিবারের কাছে আমরা চাইলেই যেতে পারি না। কিন্তু যখন যে এলাকায় যাই, আমাদের যে শহীদ পরিবার থাকে, চেষ্টা করি সেই শহীদ পরিবারের খোঁজখবর নেওয়ার।

তিনি বলেন, গত ১৬ বছর দেশে বাংলা নববর্ষ উদযাপনে দলীয় প্রভাবের পাশাপাশি বিদেশি রাষ্ট্রের প্রভাব ছিল। তাদের মতো করে দলের ও বিদেশি রাষ্ট্রের এজেন্সির কনসেপ্টে বিভিন্ন ধরনের অপসংস্কৃতি চাপিয়ে দেওয়া হতো।

এ সময় চাকলাহাট ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম, শহীদ সাগরের বাবা রবিউল ইসলাম, নাগরিক পার্টির পঞ্চগড়ের সংগঠক তানভিরুল বারী নয়ন প্রমুখ উপস্থিত ছিলেন।