ভোটের অধিকার রক্ষায় নেতাকর্মীদের ভোটের দিন ভোর থেকে ভোটকেন্দ্রে অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।তিনি বলেছেন, তাহাজ্জুদের নামাজ আদায় করে নিজ নিজ ভোটকেন্দ্রের সামনে গিয়ে ফজরের নামাজ পড়তে হবে এবং সেখান থেকেই ভোট দেওয়ার জন্য লাইনে দাঁড়াতে হবে।রোববার (২৫ জানুয়ারি) দুপুরে চট্টগ্রাম নগরের পলোগ্রাউন্ড মাঠে বিএনপির নির্বাচনি সমাবেশে দেওয়া বক্তব্যে তিনি এ আহ্বান জানান। সমাবেশে উপস্থিত জনতার সঙ্গে চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় কুশল বিনিময় করে বক্তব্য শুরু করেন তারেক রহমান। এরপর তিনি বলেন, ভোট ও গণতন্ত্রকে কেন্দ্র করে নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে। গত দেড় দশকে যেভাবে মানুষের রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকার কেড়ে নেওয়া হয়েছিল, একই কৌশলে আবারও ভোটের অধিকার হরণের চেষ্টা চলছে।তারেক রহমান বলেন, মানুষের ভোটের অধিকার, মতপ্রকাশের অধিকার এবং স্বাভাবিকভাবে বেঁচে থাকার অধিকার যেন আর কেউ কেড়ে নিতে না পারে সেজন্য সবাইকে সজাগ থাকতে হবে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি ও দুর্নীতি প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি সরকার গঠন করতে পারলে মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়াই হবে অগ্রাধিকার। অপরাধী যে দলেরই হোক না কেন, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
তিনি বলেন, অতীতে বিএনপি ক্ষমতায় থাকাকালে দলীয় পরিচয় বিবেচনা না করেই অপরাধ ও দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। আগামীতেও একই নীতি অনুসরণ করা হবে।চট্টগ্রামকে দেশের বাণিজ্যিক রাজধানী হিসেবে গড়ে তোলার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে তারেক রহমান বলেন, এ উদ্যোগ বাস্তবায়িত হলে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি হবে এবং দক্ষিণ-পূর্বাঞ্চলের অর্থনীতিতে গতি আসবে। বিএনপি সরকার গঠন করলে খালেদা জিয়ার নেওয়া এই পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।