শেরপুরে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির অংশ হিসেবে অ্যাথলেটিকস ও গ্রামীণ খেলা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ২৫ জানুয়ারি রোববার সকালে শহরের পৌর দারোগালী পার্ক মাঠে অনুষ্ঠিত এই প্রতিযোগিতা উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শাকিল আহমেদ। জেলা ক্রীড়া অফিসার ধীরেন্দ্র চন্দ্র সরকার এর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী সভায় অন্যান্য অতিথি ছিলেন জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য ক্রীড়াবিদ ফরিদ আহমেদ লুলু ও সাংবাদিক রফিক মজিদ, মোঃ জিন্নত আলী সহ ক্রীড়া সংস্থার অন্যান্য কর্মকর্তা, কোচ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও খেলোয়াড়বৃন্দ উপস্থিত ছিলেন।
প্রতিযোগিতায় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১০০ মিটার বালক-বালিকা ও ৪০০ মিটার বালক-বালিকাদের দৌড়, হাই জাম্প, লং জাম্প, বালিকাদের দড়ি খেলা, গোলক নিক্ষেপ সহ আটটি ইভেন্টে শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।
প্রতিযোগিতা শেষে উপস্থিত অতিথিরা বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। পরবর্তীতে বিজয়ী অ্যাথলেটিকসদের প্রশিক্ষণ দেওয়া হবে।
প্রতিযোগিতায় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১০০ মিটার বালক-বালিকা ও ৪০০ মিটার বালক-বালিকাদের দৌড়, হাই জাম্প, লং জাম্প, বালিকাদের দড়ি খেলা, গোলক নিক্ষেপ সহ আটটি ইভেন্টে শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।
প্রতিযোগিতা শেষে উপস্থিত অতিথিরা বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। পরবর্তীতে বিজয়ী অ্যাথলেটিকসদের প্রশিক্ষণ দেওয়া হবে।