শেরপুরে বিশ্ব সাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমান লাইব্রেরির আয়োজনে ভ্রাম্যমাণ বইমেলার তৃতীয় দিনে চিত্রাংকন ও আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।২৫ জানুয়ারি রোববার বিকেলে শহরের ডিসি উদ্যানে অনুষ্ঠিত বইমেলায় শিশুদের চিত্রাংকন ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় পৃথক তিনটি করে গ্রুপে দুই শতাধিক শিশু অংশ নেয়। এ সময় ভ্রাম্যমান বইমেলার আয়োজক ভ্রাম্যমাণ বইমেলার ইউনিট ইনচার্জ জান্নাতুল নাঈম, শেরপুর সরকারি কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক রুবেলের প্রকৃতিজন, শেরপুর সরকারি মহিলা কলেজের সহযোগী অধ্যাপক ড. আব্দুল আলিম, শেরপুর প্রেসক্লাবের কার্যকরী সভাপতি রফিক মজিদ, তুমিও সহ-সভাপতি মুগনিউর রহমান মনি প্রমুখ অবস্থায় ছিলেন।
এসময় প্রতিযোগিতায় অংশ নেওয়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং শিক্ষক ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
বিজয়ীদেরকে ২৬ জানুয়ারি সোমবার সন্ধ্যায় মেলার শেষ দিন পুরস্কার বিতরণ করা হবে।