ঢাকা, রবিবার, ৫ জানুয়ারী ২০২৫,
সময়: ০৪:৪৯:৪৭ AM

‘জাপা ৩২ বছর ধরে বৈষম্যের শিকার হয়েছে

স্টাফ রিপোটার।। দৈনিক সমবাংলা
01-01-2025 06:05:34 PM
‘জাপা ৩২ বছর ধরে বৈষম্যের শিকার হয়েছে

জাতীয় পার্টি (জাপা) টানা ৩২ বছর ধরে বৈষম্যের শিকার বলে মন্তব্য করেছেন দলটির কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার। বুধবার (০১ জানুয়ারি) রাজধানীর সেগুনবা‌গিচায় দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।রুহুল আমিন হাওলাদার বলেন, বাংলাদেশ স্বাধীন না হলে এই পতাকা থাকত না। আমরা মুক্তিযুদ্ধ করে দেশকে স্বাধীন করেছি। যার যে অবদান তা স্বীকার করতে হবে। অতীত থেকে শিক্ষা নিতে হবে।তিনি বলেন, ‘আমরা (জাপা) ৩২ বছর ধরে বৈষম্যের শিকার, যখন যে দল ক্ষমতায় এসেছে তারা নির্যাতন করেছে, দমিয়ে রাখতে চেয়েছে। আমাদের মামলা রয়ে গেছে, আওয়ামী লীগ-বিএনপির মামলা উঠে গেছে। জাতীয় পার্টি কখনও মাথা নত করেনি, যে ধরনের পরিস্থিতি হোক জাতীয় পার্টি নির্বাচনে অংশ নেবে।