ঢাকা, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬,
সময়: ১০:৫৮:২২ PM

ধর্ষণ মামলার প্রধান আসামিসহ ২ জন গ্রেফতার র‌্যাবের

শেরপুর জেলা প্রতিনিধি : দৈনিক সমবাংলা
27-01-2026 09:10:58 PM
ধর্ষণ মামলার প্রধান আসামিসহ ২ জন গ্রেফতার র‌্যাবের

শেরপুর জেলায় চাঞ্চল্যকর ধর্ষণ মামলার প্রধান আসামি এবং একটি মাদক মামলার আসামিকে পৃথক অভিযানে গ্রেফতার করেছে র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্প। ২৬ জানুয়ারি সোমবার রাতে নওগাঁ ও ময়মনসিংহে এই অভিযান দুটি পরিচালিত হয়। র‌্যাব-১৪ সূত্রে জানা যায়, শেরপুর জেলার শ্রীবরদী থানার বাসিন্দা আমেজ উদ্দিনের মেয়েকে বিবাহের প্রলোভন দেখিয়ে এবং ভয়ভীতি প্রদর্শন করে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করেন মো. অমিত হাসান (২৪)। গত ৭ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ রাতে ভিকটিমের মা ঘরের বাইরে গেলে সুযোগ বুঝে অমিত ঘরে প্রবেশ করে প্রথমবার জোরপূর্বক ধর্ষণ করেন। পরবর্তীতে বিয়ের কথা বলে বিভিন্ন স্থানে নিয়ে ভিকটিমের সাথে শারীরিক সম্পর্ক গড়ে তোলেন। ভিকটিম অসুস্থ হয়ে পড়লে অমিত তাকে বিয়ে করতে অস্বীকৃতি জানান।

এই ঘটনায় গত ২০ অক্টোবর ২০২৫ তারিখে শ্রীবরদী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়। মামলার পর থেকেই আসামি পলাতক ছিলেন। তথ্যপ্রযুক্তির সহায়তায় র‌্যাব-১৪ ও র‌্যাব-৫-এর যৌথ দল নওগাঁ জেলা সদর থানার ডাঙ্গাপাড়া এলাকায় অভিযান চালিয়ে প্রধান আসামি মো. অমিত হাসানকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত অমিত শেরপুরের নকলা থানার বাসিন্দা।

অপরদিকে র‌্যাব-১৪ জামালপুর ও ময়মনসিংহ ক্যাম্পের যৌথ দল ২৬ জানুয়ারি রাতে ময়মনসিংহের কোতোয়ালি থানার শম্ভুগঞ্জ রেলগেট এলাকায় অভিযান চালায়। অভিযানে শেরপুর জেলার নালিতাবাড়ী থানার বিশেষ ক্ষমতা আইনের একটি মামলার (মামলা নং-২০, তারিখ: ১১ জুলাই ২০২৫) তদন্তে প্রাপ্ত আসামি মো. শাকিল মিয়াকে (২৩) গ্রেফতার করা হয়। শাকিল ময়মনসিংহের ফুলপুর থানার বাসিন্দা।

র‌্যাব-১৪-এর সিনিয়র সহকারী পরিচালক ও মিডিয়া অফিসার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, গ্রেফতারকৃত উভয় আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। অপরাধ দমনে র‌্যাবের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।