ঢাকা, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬,
সময়: ১১:৫৩:০৯ PM

সবাইকে বুঝিয়ে হাতপাখার প্রার্থীকে বিজয়ী করতে হবে

ষ্টাফ রিপোটার।। দৈনিক সমবাংলা
26-01-2026 09:06:59 PM
সবাইকে বুঝিয়ে হাতপাখার প্রার্থীকে বিজয়ী করতে হবে

জামালপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, স্বাধীনতার ৫৩-৫৪ বছর পরও যাদের মাধ্যমে এই দেশ পরিচালিত হয়েছে, তাদের শাসন আমরা দেখেছি। তাদের নতুন কোনো প্রতিশ্রুতি নেই। তাই নতুন উন্নয়নের জন্য তাদের ওপর নির্ভর করার প্রয়োজন নেই।সেমাবার (২৬ জানুয়ারি) বিকেলে জামালপুরের বকশীগঞ্জ উপজেলার নূর মোহাম্মদ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, “সব শ্রেণী-পেশার ভাইবোন ও সংখ্যালঘুদের আহবান জানাচ্ছি, আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে যদি আমরা হাতপাখা বিজয়ী করতে পারি, তাহলে এলাকার মানুষ শান্তি পাবে। ইসলামী আদর্শ ধারণ করলে আল্লাহ আখিরাতেও শান্তি দান করবেন। আমাদের হাতে সময় বেশি নেই। এখন রাষ্ট্র কি তা হিসেব করে চললে হবে না। সবাইকে বুঝিয়ে আমাদের প্রার্থীকে বিজয়ী করতে হবে।”

জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আব্দুর রউফ তালুকদারের সভাপতিত্বে আয়োজিত এই সভায় ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মাওলানা মোঃ নুরুল করিম আকরাম, জেলা শাখার সভাপতি মুফতী মোস্তফা কামাল, বকশীগঞ্জ উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা মোঃ শাহজালালসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

এ সময় বক্তারা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-১ আসনে হাতপাখা প্রতীকে ভোট দিয়ে দলীয় প্রার্থী আব্দুর রউফ তালুকদারকে বিজয়ী করার আহবান জানান।