ঢাকা, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬,
সময়: ১১:৫৪:৩২ PM

নির্বাচন বাধাগ্রস্ত করতে একটি পক্ষ সক্রিয়:তারেক রহমান

ষ্টাফ রিপোটার।। দৈনিক সমবাংলা
26-01-2026 09:16:52 PM
নির্বাচন বাধাগ্রস্ত করতে একটি পক্ষ সক্রিয়:তারেক রহমান

নির্বাচনকে বাধাগ্রস্ত করতে একটি পক্ষ উঠেপড়ে লেগেছে—এমন অভিযোগ করে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ভোটারদের সতর্ক ও সক্রিয় থাকার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ভোটের অধিকার প্রয়োগের ক্ষেত্রে জনগণকে হিসাব কড়ায়-গণ্ডায় বুঝে নিতে হবে।সোমবার (২৬ জানুয়ারি) বিকেলে নোয়াখালীর হাতিয়া দ্বীপ সরকারি কলেজ মাঠে বিএনপি আয়োজিত এক নির্বাচনি জনসভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি। বক্তব্যে তারেক রহমান ভোটারদের উদ্দেশে বলেন,জনগণের শক্তিই বিএনপির শক্তি “আপনারা তাহাজ্জুদ পড়ে ফজরের নামাজ কেন্দ্রে গিয়ে পড়বেন। আপনারা ভোটের হিসাব কড়ায়-গণ্ডায় বুঝে নেবেন।”
হাতিয়া উপজেলার দীর্ঘদিনের প্রধান সমস্যা হিসেবে নদীভাঙনের কথা উল্লেখ করে বিএনপি চেয়ারম্যান বলেন, বিএনপি ক্ষমতায় গেলে এ সমস্যা সমাধানে অগ্রাধিকার দেওয়া হবে। নদীভাঙন রোধে টেকসই ব্যবস্থা নেওয়ার পাশাপাশি ব্লক বাঁধ নির্মাণের মাধ্যমে এলাকার সৌন্দর্য ও নিরাপত্তা নিশ্চিত করা হবে বলে তিনি আশ্বাস দেন।

তিনি বলেন, “আমি আপনাদের সমস্যাগুলো লিখে রাখলাম। ক্ষমতায় গেলে টেকসই বেড়িবাঁধসহ নদীভাঙন রোধের ব্যবস্থা করা হবে। আপনারা ১২ ফেব্রুয়ারি ধানের শীষকে জয়যুক্ত করুন।”

ভোট পরবর্তী সময়ে এলাকাবাসীর সঙ্গে সরাসরি সাক্ষাতের প্রতিশ্রুতি দিয়ে তারেক রহমান বলেন, “ভোটের পরে আমি আপনাদের দেখতে আসবো। তখন একসঙ্গে বসে কথা বলবো।” তিনি দাবি করেন, বিএনপি জনগণের দল এবং এ দল ক্ষমতায় গেলে দেশের জনগণই সবচেয়ে বেশি ক্ষমতার মালিক হবে।

মা-বোনদের উদ্দেশে বক্তব্যে বিএনপি চেয়ারম্যান বলেন, নারীরা দেশের উন্নয়নের গর্বিত অংশীদার। তাদের সুবিধার্থে বিএনপি ক্ষমতায় গেলে ফ্যামিলি কার্ড, স্বাস্থ্য কার্ডসহ বিভিন্ন সামাজিক সুরক্ষা কর্মসূচির ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি।

নোয়াখালী-৬ আসনে বিএনপির প্রার্থী মো. মাহবুবের রহমান শামিমকে পরিচয় করিয়ে দিয়ে তারেক রহমান বলেন, তাকে ভোট দিলে এলাকার উন্নয়নের দায়িত্ব বিএনপি নেবে। “আপনারা তাকে ভোট দিন, আপনাদের উন্নয়নের দায়িত্ব আমরা নেবো ইনশাআল্লাহ”—বলেন তিনি।

জনসভায় জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলোর সভাপতিত্বে বক্তব্য রাখেন নোয়াখালী-৬ আসনে বিএনপির প্রার্থী মো. মাহবুবের রহমান শামিম, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি কামরুজ্জামান হাফিজসহ স্থানীয় বিএনপি ও যুবদলের নেতারা। সভায় দলীয় নেতাকর্মী ও বিপুলসংখ্যক সমর্থক উপস্থিত ছিলেন।

বক্তব্যে তারেক রহমান দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতির প্রসঙ্গ টেনে নির্বাচনকে কেন্দ্র করে জনগণের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে জনগণকেই তাদের ভোটের অধিকার সচেতনভাবে প্রয়োগ করতে হবে।