ঢাকা, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬,
সময়: ১০:৫৬:২৫ PM

ক্ষমতায় গেলে মামলা দিয়ে হয়রানি করবো না:জামায়াত

ষ্টাফ রিপোটার।। দৈনিক সমবাংলা
27-01-2026 09:19:38 PM
ক্ষমতায় গেলে মামলা দিয়ে হয়রানি করবো না:জামায়াত

বাংলাদেশ জামায়াতের ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা কথা দিয়েছিলাম কারো বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানি করবো না, আমাদের ওপর জুলুমের প্রতিশোধ নেবো না, আমরা কথা রেখেছি। তাই জামায়াতের সঙ্গে থাকলে সব ধর্মের মানুষের সম্পদ ও জানমাল নিরাপদে থাকবে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে নগরীর সার্কিট হাউজ মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। জামায়াতের ইসলামীর আমির বলেন, নতুন বাংলাদেশ গড়ার সুযোগ পেলে নারীদের ইজ্জত রক্ষা করব এবং সম্মানের সাথে ঘরে-বাইরে বসবাসের সুযোগ করে দেব।পাঁচ বছর পর একজন সংসদ সদস্যের সম্পদের পরিমাণ কয়েক গুণ বেড়ে যায়। যারা সংসদ সদস্য নির্বাচিত হবেন, তারা জনগণের সম্পদের দিকে নজর দেবেন না। সম্পদ লুট করে বেগমপাড়া ও সিঙ্গাপুর বানাবেন না।
দুপুর ২টায় থেকে জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও খুলনা মহানগর আমির অধ্যাপক মাহফুজুর রহমানের সভাপতিত্বে সমাবেশের কাজ শুরু হয়।

ডা. শফিকুর বলেন, সারা দুনিয়ায় শিল্প এগিয়ে যাচ্ছে, আর আমরা পিছিয়ে যাচ্ছি। খুলনায় ৫৪ বছরে শিল্প মুখ থুবড়ে পড়েছে। জামায়াত ক্ষমতায় গেলে নতুন করে বন্ধ হয়ে যাওয়া শিল্প চালু করা হবে এবং যুবক ও নারীদের কর্মসংস্থান সৃষ্টি হবে।
তিনি বলেন, আমাদের একটি বন্ধু সংস্থা ফ্যামিলি কার্ড দেওয়ার ঘোষণা দিয়েছেন। তারা একদিকে ফ্যামিলি কার্ড দিচ্ছেন, অন্যদিকে আমার মায়ের গায়ে হাত দিচ্ছেন। এই দুইটি একসাথে চলে না। আমি অনুরোধ করবো, নিজের মাকে সম্মান করুন। যদি নিজের মাকে সম্মান করতে পারেন, তাহলে গোটা মা জাতিকে সম্মান করতে পারবেন। আর যদি নিজের মাকে সম্মান না করেন, তাহলে কোন নারীকেও সম্মান করতে পারবেন না।
আজকে বিভিন্ন জায়গায় হামলার ঘটনা ঘটছে না। মাঘ মাসে মাথা গরম হলে চৈত্র মাসে কি করবেন? এখন তো আরামদায়ক আবহাওয়া, তাই মাথা ঠান্ডা রাখুন। জনগণের রায়ের প্রতি আস্থা রাখুন। অতীতে যারা জনগণের রায়ের প্রতি আস্থা রাখেননি, তাদের পরিণতি থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত।
জামায়াত আমির জনসভায় আগত সবাইকে ভোটের পাহারাদার হওয়ার আহ্বান জানান।