শেরপুরে কৃষি শিক্ষায় জ্ঞানচর্চার নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। ২৭ জানুয়ারি মঙ্গলবার শেরপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটে (অঞও) নবনির্মিত লাইব্রেরির শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট তরফদার মাহমুদুর রহমান। উদ্বোধন শেষে তিনি প্রতিষ্ঠানটির বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন। উদ্বোধনকালে জেলা প্রশাসক কৃষি শিক্ষার মানোন্নয়ন এবং গবেষণাভিত্তিক জ্ঞানার্জনের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি বলেন, আধুনিক ও টেকসই কৃষি ব্যবস্থাপনা নিশ্চিত করতে হলে প্রশিক্ষণার্থীদের শুধু পাঠ্যবইয়ে সীমাবদ্ধ থাকলে চলবে না। গবেষণা ও উদ্ভাবনী চিন্তায় সমৃদ্ধ হতে এই লাইব্রেরি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তিনি প্রশিক্ষণার্থীদের আরও মনোযোগী ও দক্ষ হয়ে ওঠার আহ্বান জানান, যাতে তারা আগামী দিনের সমৃদ্ধ ও জ্ঞানভিত্তিক কৃষি উন্নয়নে নেতৃত্ব দিতে পারে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শেরপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের অধ্যক্ষ ড. সালমা লাইজু, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শাকিল আহমেদ এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ সাখাওয়াত হোসেন।
এছাড়াও অনুষ্ঠানে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, ইনস্টিটিউটের শিক্ষক-কর্মচারী এবং সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।