ঢাকা, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬,
সময়: ১০:৫৮:২২ PM

প্রতিপক্ষের সঙ্গে ঝগড়ার কোনো রেকর্ড নেই:মির্জা আব্বাস

ষ্টাফ রিপোটার।। দৈনিক সমবাংলা
27-01-2026 09:13:32 PM
প্রতিপক্ষের সঙ্গে ঝগড়ার কোনো রেকর্ড নেই:মির্জা আব্বাস

 জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ডিম নিক্ষেপের ঘটনায় ঢাকা-৮ আসনে বিএনপির প্রার্থী ও দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, প্রতিপক্ষের সঙ্গে তাঁর ঝগড়া বা সংঘর্ষের কোনো রেকর্ড নেই। মঙ্গলবার (২৭ জানুয়ারি) প্রচারণা কর্মসূচির সময় গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।এর আগে নাসীরুদ্দীন পাটওয়ারী অভিযোগ করেন, হামলাকারীরা তাঁর প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী মির্জা আব্বাসের লোকজন। এনসিপি নেতার এই অভিযোগ সম্পর্কে জানতে চাইলে মির্জা আব্বাস বলেন, এ ধরনের সুযোগ তারা খুঁজছে। বহুদিন ধরে তারা চেষ্টা করছে কোনোভাবে লাগার জন্য। অযথা কারও সঙ্গে ঝগড়ায় জড়ানোর কী দরকার, সেই প্রয়োজন তাঁর নেই। তিনি বলেন, তাঁর ঝগড়া করার কোনো রেকর্ড আছে কি না, সেটাই প্রশ্ন। তিনি ১৯৭৭ সাল থেকে এই এলাকায় নির্বাচন করে আসছেন, আজ থেকে নয়। প্রতিপক্ষের সঙ্গে সংঘর্ষ বা ঝগড়ার কোনো রেকর্ড তাঁর নেই। ভিন্ন উদ্দেশ্যে এসব অভিযোগ তোলা হয়েছে মন্তব্য করে তিনি বলেন, তাদের কিছু ভিন্নতর উদ্দেশ্য আছে, সেই উদ্দেশ্য থেকেই এসব করা হচ্ছে। ঢাকা-৮ আসনের নির্বাচনী পরিবেশ সম্পর্কে জানতে চাইলে মির্জা আব্বাস বলেন, এই মুহূর্তে তিনি কোনো মন্তব্য করতে চান না। তবে কিছু কিছু জায়গায় ভোটকেন্দ্র নিয়ে সমস্যা আছে। উদাহরণ দিয়ে তিনি বলেন, রেলওয়ে স্কুলে নির্মাণাধীন ভবনে ভোটকেন্দ্র করা হয়েছে, সেখানে ভোট দেওয়া সম্ভব নয়। তবে সামগ্রিকভাবে এখন পর্যন্ত পরিবেশ ভালোই আছে।