ঢাকা, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬,
সময়: ১১:০৫:৪২ PM

ঝিনাইগাতিতে জামায়েতের বিক্ষোভ প্রতিবাদ মিছিল

শেরপুর জেলা প্রতিনিধি : দৈনিক সমবাংলা
28-01-2026 09:27:58 PM
ঝিনাইগাতিতে জামায়েতের বিক্ষোভ প্রতিবাদ মিছিল

শেরপুর -৩, আসন ঝিনাইগাতি এবং শ্রীবরদীতে  প্রার্থীদের ইশতেহার ঘোষণার পূর্বে জামায়েত কর্মী ও বিএনপির কর্মীদের সংর্ঘ ষ হয় । এর প্রতিবাদে বিএনপিকে দায়ী করে  বাংলাদেশ জামায়েতে ইসলামী  শহরের কলেজ মোড় থেকে এক  বিক্ষোভ প্রতিবাদ মিছিল বের করে জামায়াত। এ বিক্ষোভে  ১০ দলীয় জোটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ ঘটনাকে কেন্দ্র করে উপজেলা শহরে এখনও উত্তেজনা রয়েছে। তবে পরিস্থিতি শান্ত রাখতে শহরে অতিরিক্ত আইন শৃংক্ষলা বাহিনী মোতায়েন করা হয়েছে।