ঢাকা, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬,
সময়: ১১:০৪:২০ PM

ইনসাফ প্রেমিকদের বিজয়ী করার আহ্বান ডা.আমেনার

ষ্টাফ রিপোটার।। দৈনিক সমবাংলা
28-01-2026 09:35:10 PM
ইনসাফ প্রেমিকদের বিজয়ী করার আহ্বান ডা.আমেনার

ইনসাফভিত্তিক সমাজ ও রাষ্ট্র গঠনে দেশপ্রেমিক শক্তিকে বিজয়ী করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও ঢাকা-১৫ আসনের প্রার্থী ডা. শফিকুর রহমানের স্ত্রী ও সাবেক সংসদ সদস্য ডা. আমেনা বেগম। তিনি বলেন, সৎ ও আল্লাহভীরু নেতৃত্ব ছাড়া একটি সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়া সম্ভব নয়। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে রাজধানীর মিরপুরের মনিপুর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক বিশাল নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সমাবেশে কয়েক হাজার নারী ভোটার অংশগ্রহণ করেন।ডা. আমেনা বেগম নারীদের উদ্দেশে বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং সাধারণ মানুষের জান-মাল ও ইজ্জত রক্ষায় যাদের ওপর ভরসা করা যায়, তাদেরই ভোট দেওয়া উচিত। তিনি বলেন, অতীতের দুঃশাসন থেকে মুক্তি পেতে হলে এবং সমাজে ইনসাফ প্রতিষ্ঠা করতে হলে দেশপ্রেমিক ও যোগ্য শক্তিকে বিজয়ী করাই সময়ের দাবি।

ঢাকা-১৫ আসনের নির্বাচনি পরিবেশ প্রসঙ্গে তিনি বলেন, এই এলাকার মানুষ সবসময় অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থেকেছে। আগামী নির্বাচনেও তারা সচেতন সিদ্ধান্ত নিয়ে যোগ্য প্রতিনিধি নির্বাচন করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।নারীদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে জামায়াতে ইসলামীর গৃহীত বিভিন্ন পরিকল্পনার কথাও সংক্ষেপে তুলে ধরেন তিনি। ডা. আমেনা বেগম বলেন, পরিবারের মায়েরা সচেতন হলে সমাজ ও রাষ্ট্রে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। এ জন্য আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনে দলে দলে ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান তিনি।সমাবেশের শেষ পর্যায়ে তিনি স্থানীয় নারী ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের বিভিন্ন সমস্যা ও মতামত শোনেন। অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের স্থানীয় নেত্রী ও কর্মীরা উপস্থিত ছিলেন। স্থানীয় নেতাকর্মীদের দাবি, এই নারী সমাবেশ মিরপুর এলাকার নারী ভোটারদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।