আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে শেরপুরের নকলা শহরে নির্বাচনী শৃঙ্খলা ও আচরণ বিধিমালা প্রতিপালন নিশ্চিত করতে মাঠ পরিদর্শনে নেমেছেন নকলা-নালিতাবাড়ী-২ (শেরপুর) আসনের নির্বাচনী অনুসন্ধান কমিটির সদস্য এবং বিজ্ঞ সিভিল জজ মো: আমিনুল ইসলাম।
২৯ জানুয়ারি বৃহস্পতিবার বিকেলে তিনি নকলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট ও নির্বাচনী এলাকা পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি প্রার্থী ও সমর্থকদের নির্বাচনী আচরণবিধি মেনে চলার আহ্বান জানান।
এসময় তিনি শহরের বিভিন্ন দেয়ালে বা যত্রতত্র পোস্টার লাগানো হয়েছে কি না এবং নির্বাচনী ক্যাম্পগুলোতে বিধিমালা মানা হচ্ছে কি না তা পর্যবেক্ষণ করেন এবং সাধারণ ভোটার ও রাজনৈতিক কর্মীদের সাথে কথা বলে নির্বাচনী আইন ও শৃঙ্খলার বিষয়ে সচেতন করেন। এছাড়াও কোথাও কোনো অসংগতি বা বিধি লঙ্ঘন পরিলক্ষিত হলে তা দ্রুত সংশোধনের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন।
পরিদর্শন শেষে মো: আমিনুল ইসলাম জানান, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ বজায় রাখতে বিচারিক তদারকি অব্যাহত থাকবে। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের যেকোনো অভিযোগে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।