শেরপুর জেলার সদর উপজেলার সাতপাকিয়া এলাকায় র্যাব-১৪ এর একটি আভিযানিক দল অভিযান চালিয়ে ৪ কেজি গাঁজাসহ সিএনজি জব্দ করেছে। ২৮ জানুয়ারি বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জামালপুর-শেরপুর মহাসড়কে এই অভিযান পরিচালিত হয়।
র্যাব সূত্রে জানা যায়, এক গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-১, র্যাব-১৪, জামালপুর ক্যাম্পের একটি চৌকস দল সাতপাকিয়া সংলগ্ন পাকা রাস্তার উপর বিশেষ চেকপোস্ট স্থাপন করে। তল্লাশি চলাকালীন একটি সিএনজিকে থামার সংকেত দেওয়া হলে র্যাবের উপস্থিতি টের পেয়ে যাত্রীবেশে থাকা এক মাদক কারবারি তার সাথে থাকা বাজারের ব্যাগ ফেলে রেখে কৌশলে পালিয়ে যায়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের উপস্থিতিতে সিএনজিতে ফেলে যাওয়া ব্যাগটি তল্লাশি করে ৪ কেজি গাঁজা জব্দ করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজার মূল্য ৮০ হাজার টাকা। সিএনজি চালককে জিজ্ঞাসাবাদের মাধ্যমে জানা গেছে, পলাতক মাদক কারবারির নাম মোঃ আলামিন (২২)।
র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্ধারকৃত মাদকদ্রব্য ও এঘটনায় জড়িতদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত মালামাল সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকমুক্ত সমাজ গড়তে র্যাবের এই ধরণের সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে।