দেশব্যাপী নির্বাচনী সফরের অংশ হিসেবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে রাজশাহীতে দলীয় কার্যক্রম জোরদার করার অংশ হিসেবে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল প্রাঙ্গণে দলের পক্ষে “দেশ গড়ার পরিকল্পনা” শীর্ষক তথ্যসম্বলিত লিফলেট বিতরণের মাধ্যমে প্রচারণা কার্যক্রম শুরু করেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. রফিকূল ইসলাম। হাসপাতাল পরিদর্শনকালে তিনি রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ, উপাধ্যক্ষ, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান এবং কর্মরত চিকিৎসকদের সঙ্গে মতবিনিময়ে অংশ নেন। মতবিনিময় সভায় দেশের স্বাস্থ্যখাতের বর্তমান অবস্থা, চিকিৎসা ব্যবস্থার চ্যালেঞ্জ এবং সম্ভাব্য উন্নয়ন পরিকল্পনা নিয়ে আলোচনা হয়।
আলোচনায় ডা. রফিক বলেন, বিএনপি ক্ষমতায় এলে প্রাথমিক স্বাস্থ্যসেবা আরও মানসম্মত করে তা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে। তিনি বিশেষভাবে মাতৃস্বাস্থ্য ও শিশুসেবার উন্নয়ন, গ্রামীণ পর্যায়ে চিকিৎসা অবকাঠামো জোরদার করা এবং সাধারণ মানুষের চিকিৎসা ব্যয় কমিয়ে আনার বিভিন্ন প্রস্তাব তুলে ধরেন। তার বক্তব্যে স্বাস্থ্যখাতে জনবল বৃদ্ধি, আধুনিক চিকিৎসা সরঞ্জাম সরবরাহ এবং জেলা ও উপজেলা পর্যায়ে বিশেষায়িত সেবার প্রসারের বিষয়ও গুরুত্ব পায়।
সভায় তিনি স্মৃতিচারণ করে বলেন, ১৯৯৪ সালে তৎকালীন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রাজশাহী মেডিকেল কলেজের শিক্ষার্থীদের যাতায়াত সুবিধার জন্য একটি বাস উপহার দিয়েছিলেন। এ সময় তিনি মরহুমার আত্মার মাগফেরাত কামনায় উপস্থিত সবার কাছে দোয়া প্রার্থনা করেন।
স্বাস্থ্যখাত ছাড়াও তিনি বিএনপির ঘোষিত বৃহত্তর “দেশ গড়ার পরিকল্পনা” নিয়ে কথা বলেন। এর মধ্যে ফ্যামিলি কার্ড, কৃষি কার্ডসহ সামাজিক সুরক্ষা ও অর্থনৈতিক সহায়তা সংক্রান্ত বিভিন্ন কর্মসূচির কথা তুলে ধরেন। তিনি বলেন, এসব উদ্যোগের লক্ষ্য হবে নিম্ন ও মধ্যআয়ের মানুষের জীবনযাত্রার ব্যয় সহনীয় পর্যায়ে রাখা এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করা।
মতবিনিময় সভা শেষে ডা. রফিকূল ইসলাম হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করেন এবং রোগী ও তাদের স্বজনদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি বিএনপির পক্ষে সমর্থন কামনা করেন এবং ১২ ফেব্রুয়ারি ভোটারদের নিজ নিজ ভোটকেন্দ্রে সকাল বেলায় উপস্থিত হয়ে ভোট দেওয়ার আহ্বান জানান।