ঢাকা, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪,
সময়: ০৫:৩২:০০ AM

নিম্ন আয়ের মানুষদের শীতবস্ত্র দিল পিএনআরএফআর

স্টাফ রেপোটার।। দৈনিক সমবাংলা
25-12-2024 06:23:36 PM
নিম্ন আয়ের মানুষদের শীতবস্ত্র  দিল পিএনআরএফআর

অন্যান্য বছরের ন্যায় এবারও শীতের তীব্রতায় কষ্টে থাকা মানুষের পাশে শীতের কম্বল পৌঁছে দিয়েছে প্রফেসর নজরুল রিউমাটোলজি ফাউন্ডেশন এন্ড রিসার্চ (PNRFR) ট্রাস্ট। উত্তরাঞ্চলের জেলা পঞ্চগড়ের কাজী শাহিদ ফাউন্ডেশন ও কাজী এন্ড কাজী, ঠাকুরগাঁও, নাটোর ও দক্ষিণের জেলা বরগুনায় শীতার্ত মানুষকে কম্বল দেয়া হয়। প্রতিটি স্পটে ৫শ করে অসহায় ও নিম্নআয়ের মানুষের মাঝে শীতবস্ত্র তুলে দেন সংগঠনের সদস্য ও স্থানীয় স্বেচ্ছাসেবীরা। 
বুধবার (২৫ডিসেম্বর) ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী, নাটোরের লালপুর, বরগুনার বেতাগীতে কম্বল বিতরণ করা হয়েছে। পঞ্চগড়ে শিগগিরই কম্বল বিতরণ করা হবে। উদ্যোক্তারা জানিয়েছেন, এবছর মোট ২ হাজার ৫০০ কম্বল শীতার্তদের হাতে তুলে দেয়া হবে।
নাটোরে পিএনআরএফআর কার্য নির্বাহী সদস্য মো. জুবায়ের আহমেদের নেতৃত্বে স্থানীয় সমন্বয়কারী মো. সোহেল রানা, মো. মানিক, মো. হেলাল উদ্দিন, মো. নাজমুল হক, মো. বাপ্পি মোল্লা, মো. লালন হোসেন লালপুরে কম্বল বিতরণ করেন।
ঠাকুরগাঁওয়ে পিএনআরএফআরের সদস্য মো. রেজাউল ইসলাম ও মো. আব্দুল জব্বারের নেতৃত্বে স্থানীয় সমন্বয়কারী ইঞ্জিনিয়ার মো: বেলাল হোসেন, নম্র চৌধুরী ও অধ্যাপক আবু বক্কর সিদ্দিক শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন। 
পিএনআরএফআর চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম বলেন, এই ট্রাস্ট সূচনালগ্ন হতেই বিভিন্ন সামাজিক কর্মকান্ডের সঙ্গে জড়িত। বাত রোগীদের চিকিৎসা সহায়তার পাশাপাশি অন্যান্য দূরারোগ্য রোগে আক্রান্ত রোগীদের জন্য এককালীন চিকিৎসা সহায়তা প্রদান, গরীব ও মেধাবী ছাত্রদের এককালীন শিক্ষা সহায়তা ও বাৎসরিক বৃত্তি প্রদান, উত্তরবঙ্গে অ্যাম্বুলেন্স সার্ভিস, ফ্রি মেডিকেল ক্যাম্প, বিনামূল্যে ঔষধ বিতরণ, বন্যার্তদের পুনর্বাসনের সহায়তা, পক্ষাঘাতগ্রস্থ রোগীদের হুইলচেয়ার বিতরণ ও পুনর্বাসন, ধর্মীয় উপাসনালয় তৈরি ও মেরামতে সহযোগিতা করে আসছে। সবার সম্মিলিত সহযোগিতা নিয়ে আগামীতে এই কার্যাক্রম আরও বিস্তৃত করা হবে।
শীতের কষ্টে থাকা মানুষের জন্য কম্বল ক্রয় করে দেয়ার পাশাপাশি আর্থিক সহযোগিতা যারা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে পিএনআরএফআর চেয়ারম্যান বলেন, এই উদ্যোগ অসহায়, দরিদ্র মানুষের জন্য।যারা আমাদের প্রতি আস্থা রেখে এই কাজ করার সুযোগ দিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা। আশা করি আগামী দিনেও এমন উদ্যোগে তাদের আমরা পাশে পাবো।