ঢাকা, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪,
সময়: ১০:১৬:৪৯ PM

বিএনপির সঙ্গে ছলচাতুরী করে লাভ হবে না: রিজভী

স্টাফ রেপোটার।। দৈনিক সমবাংলা
20-12-2024 09:09:24 PM
বিএনপির সঙ্গে ছলচাতুরী করে লাভ হবে না: রিজভী

নির্বাচন নিয়ে বিএনপির সঙ্গে ছলচাতুরী করে কোনো লাভ হবে না বলে মন্তব্য করেছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।তিনি বলেন, অন্তর্র্বতী সরকার (নির্বাচনের) যে রোডম্যাপ দিয়েছে তা প্রলম্বিত রোডম্যাপ, জনগণ এটা প্রত্যাশা করেনি। কোনো ভুল হলে ইতিহাস ক্ষমা করবে না। অন্তর্র্বতী সরকার ব্যর্থ হলে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব বিপন্ন হতে পারে।শুক্রবার (২০ ডিসেম্বর) রাজধানীর মোহাম্মদপুরে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এসব কথা বলেন। ছাত্র-জনতার আন্দোলনে শহীদ পরিবারের সঙ্গে ধারাবাহিক সাক্ষাতের এ কর্মসূচি বাস্তবায়ন করছে ‘আমরা বিএনপি পরিবার’।

 

রুহুল কবির রিজভী বলেন, রাজনৈতিক দল করার অধিকার সবার আছে। তবে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় দল হলে সরকারের গ্রহণযোগ্যতা কমে যাবে। স্বৈরাচারের প্রভাবে নির্বাচিত স্থানীয় প্রতিনিধি ও সব ক্রিমিনাল একত্রিত হয়ে কোনো রাজনৈতিক দলে যোগ দিলে, কোনো দলকে সংগঠিত করলে তা অপরাধীদের দল হবে।