ঢাকা, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪,
সময়: ০৮:২৮:২৮ AM

দামেস্ককে‘আসাদমুক্ত’ঘোষণা বিদ্রোহীদের

আর্ন্তজাতিক রিপোটার।। দৈনিক সমবাংলা
08-12-2024 11:28:19 AM
দামেস্ককে‘আসাদমুক্ত’ঘোষণা বিদ্রোহীদের

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পালানোর খবর জানিয়ে রাজনৈতিক বিরোধী জোটের প্রধান হাদি আল-বাহরা রাজধানী দামেস্ককে ‘আসাদমুক্ত’ ঘোষণা করেছেন। পাশাপাশি সিরিয়ার জনগণকে অভিনন্দন জানিয়েছেন তিনি।বিদ্রোহী যোদ্ধারা দামেস্কের কেন্দ্রস্থলে প্রবেশের পর আরব দেশটিতে একটি ‘নতুন যুগ’র সূচনা হয়েছে জানিয়ে প্রবাসী সিরিয়ানদের দেশে ফেরার আহ্বান জানিয়েছে।এদিকে সশস্ত্র গোষ্ঠী হায়াত তাহরির আল-শামের প্রধান আবু মোহাম্মদ আল-জুলানি তার যোদ্ধাদের নির্দেশ দিয়েছেন, যেন তারা কোনো সরকারি প্রতিষ্ঠান বা সেবামূলক স্থাপনায় আক্রমণ না করে, লুটপাট না চালান।এই বিজয় বার্তার মধ্যেই সিরিয়ার প্রধানমন্ত্রী মোহাম্মদ গাজি আল-জালালি বলেছেন, তিনি তার বাড়ি ছাড়ার পরিকল্পনা করছেন না। কারণ তিনি নিশ্চিত করতে চান, সরকারি প্রতিষ্ঠানগুলো যেন সঠিকভাবে কাজ চালিয়ে যায়।

আল-জালালি বলেন, আমি সবাইকে যুক্তিসঙ্গত চিন্তা করতে এবং দেশের কথা ভাবতে অনুরোধ জানাই। আমরা বিরোধীদের প্রতি আমাদের হাত প্রসারিত করছি, তারাও তাদের হাত বাড়িয়েছে এবং নিশ্চিত করেছে যে তারা এই দেশের কোনো নাগরিকের ক্ষতি করবে না।