ঢাকা, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪,
সময়: ১২:৩৫:১০ PM

‘ফ্যাসিবাদের প্রধান ছিলেন শেখ হাসিনা:দুদু

স্টাফ রিপোটার।। দৈনিক সমবাংলা
20-10-2024 06:19:11 PM
‘ফ্যাসিবাদের প্রধান ছিলেন শেখ হাসিনা:দুদু

অন্তর্র্বতীকালীন সরকারের উদ্দেশ্যে বিএনপি ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, ‘ফ্যাসিবাদের প্রধান যিনি ছিলেন তিনি হলেন শেখ হাসিনা। তিনি পালিয়েছেন, তার মন্ত্রী, সংসদ সদস্যরা পালিয়েছেন। তার কর্মীরা যারা প্রশাসনে আছে তারা সেভাবে আছে, সচিবরা সে ভাবে আছে।’ ‘আমার দেখা মতে, দুদকেও কোন পরিবর্তন হয়নি। শেখ হাসিনা যেখানে যেভাবে সেটাপ করেছে সেভাবেই আছে। আগের সরকার এবং বর্তমান সরকারের মধ্যে একটা পার্থক্য থাকতে হবে। ফ্যাসিবাদ এবং গণতন্ত্রের মধ্যে পার্থক্য রয়েছে। আগের সরকার ছিল ফ্যাসিবাদ আর বর্তমান সরকার গণতান্ত্রিক’, বলেন তিনি।রবিবার (২০ অক্টোবর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘দেশ বাঁচাও মানুষ বাঁচাও’ আন্দোলনের উদ্যোগে জাতীয় নির্বাচন, নাগরিক ভাবনা, জাতীয় সংলাপ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।দুদু বলেন, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের যে সিন্ডিকেট; আগের সিন্ডিকেট আছে। তারা দ্রব্যমূলের নিয়ন্ত্রণ করছে তাহলে পরিবর্তন হলো কোথায়? এই সিন্ডিকেট ভাঙতে হবে। এখানে কোন সিন্ডিকেট থাকা যাবে না।ছাত্রদলের সাবেক এই সভাপতি বলেন, আমরা এ সরকারকে সমর্থন দিয়েছি ভালো কাজ করার জন্য, একটা সুষ্ঠু নির্বাচন দেওয়ার জন্য যেখানে যা সংস্কার করা দরকার করতে হবে। তবে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে।

তিনি বলেন, রাজনৈতিক নির্বাচিত সরকার ছাড়া কোন ভালো কাজ এগিয়ে নেয়া যাবে বলে আমার মনে হয় না। বর্তমান সরকারের যারা আছেন তারা বিভিন্ন পেশা, শ্রেণীর মানুষ একটা ভালো কাজের জন্য এসেছে। তাদেরকে আমরা নির্বাচনের কথা বলেছি। তারমানে এই নয়, কালই নির্বাচন দিতে হবে। কিন্তু নির্দিষ্টকরণ করতে হবে। যে কারণে আমরা নির্বাচনের রোড ম্যাপ এর কথা বলেছি।

অন্তর্র্বতীকালীন সরকার ও বিরোধী দলগুলো কে সতর্ক হতে হবে জানিয়ে তিনি বলেন, চারিদিকে শুধু দেশের মধ্যে নয়, বিদেশ থেকেও ষড়যন্ত্র করা হচ্ছে। যদি ফ্যাসিবাদ আবার আসে তাহলে এদেশের গণতন্ত্রকামী মানুষের কি হবে এটা বলে শঙ্কিত করতে চাইনা।

সাবেক এই সংসদ সদস্য বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশ নায়ক তারেক রহমানকে, বিএনপিকে বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে। যারা করছেন তাদেরকে আমি সতর্ক করব। বিএনপিকে যদি কার্যকর ভূমিকার বাইরে নিয়ে যেতে চান তাহলে ফ্যাসিবাদ সামনে আসবে। বিএনপিকে যদি রুখতে চান তাহলে কার্যকরভাবে ফ্যাসিবাদকে অভিনন্দন জানাতে হবে। এইজন্যে বলেছি, এদেশের অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে তাদের সাথে নিয়ে আমাদের নেতা তারেক রহমান আগামীতে পথ চলতে চান। অতীতে যেমন চলেছে সামনে ও সেভাবে চলতে চান। কেন চান? অতীতে যেমন দেশ ভালোভাবে চলেছে ভবিষ্যতেও ঐক্যবদ্ধভাবে দেশ সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চান। 

‘দেশ বাঁচাও মানুষ বাঁচাও’ আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপনের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাজু আহমেদের সঞ্চালনায় আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন- নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, ভাষানী পরিষদের আহবায়ক বাবলু, লেবার পার্টির চেয়ারম্যান লায়ন ফারুক রহমান, জাগপার সহ-সভাপতি রাশেদ প্রদান, কৃষক দল নেতা এসকে সাদী সহ প্রমুখ।