শেরপুর শহরের খরমপুর এলাকায় অবস্থিত মোবারক ড্রয়িং একাডেমি-র বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুক্রবার অত্যন্ত আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়েছে। একাডেমির নিজস্ব কার্যালয়ে আয়োজিত এই অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের মাঝে মেধা পুরস্কার ও সনদ তুলে দেওয়া হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তেরাবাজার জামিয়া সিদ্দিকা মাদরাসার সভাপতি ম. শফিউল আলম চান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পপতি আমজাদ হোসেন বাবু, শেরপুর সরকারি ভিক্টোরিয়া একাডেমির সিনিয়র শিক্ষক (ইংরেজি) নূরে আলম সিদ্দিকী এবং শেরপুর সরকারি কলেজের সহকারী অধ্যাপক হাবিবুর রহমান।
সকাল থেকেই একাডেমির শিক্ষার্থী ও অভিভাবকদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে প্রাঙ্গণ। অতিথিরা তাদের বক্তব্যে শিশুদের সৃজনশীল মেধা বিকাশে মোবারক ড্রয়িং একাডেমির ভূমিকার প্রশংসা করেন। তারা বলেন, পড়ালেখার পাশাপাশি চিত্রাঙ্কন শিশুদের মনের দুয়ার খুলে দেয় এবং তাদের সুস্থ সংস্কৃতি চর্চায় উদ্বুদ্ধ করে।
বক্তব্য শেষে অতিথিরা বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের হাতে ট্রফি ও বিশেষ পুরস্কার তুলে দেন। নিজের আঁকা ছবির স্বীকৃতি স্বরূপ পুরস্কার হাতে পেয়ে শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। চিত্রাংকন প্রতিযোগিতায় প্রথম পুরস্কার পেয়েছেন সাফিয়্যা বিনতে সুমন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন একাডেমির পরিচালক। তিনি উপস্থিত অভিভাবক ও অতিথিদের ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।