কৃষক ও নারীদের কল্যাণে বিএনপির ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরে দলের চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ মওকুফ করা হবে। পাশাপাশি তাদের হাতে কৃষি কার্ড পৌঁছে দেওয়া হবে। অন্তত এক ফসলের জন্য বীজ ও কীটনাশক বিনামূল্যে সরবরাহ করা হবে। এ ছাড়া ‘ফ্যামিলি কার্ড’ চালুর মাধ্যমে নারীদের অর্থনৈতিক সক্ষমতা ও অধিকার নিশ্চিত করা হবে। শুক্রবার (৩০ জানুয়ারি) রাতে রংপুর কালেক্টরেট ঈদগাহ মাঠে অনুষ্ঠিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।তারেক রহমান বলেন, রংপুর হচ্ছে শহীদ আবু সাঈদের পবিত্র রক্তে ভেজা ভূমি। আবু সাঈদ ও ওয়াসিমসহ প্রায় এক হাজার ৪শ শহীদ যে স্বপ্ন নিয়ে জীবন উৎসর্গ করেছেন, সেই ‘জুলাই সনদ’ রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব। ৫ আগস্টের বিপ্লবে সাধারণ মানুষের যে ঐক্যবদ্ধ অংশগ্রহণ ছিল, তা ধরে রাখতে হবে।
তিনি বলেন, নিশিরাতের বা ডামি নির্বাচনের দিন শেষ। জনগণকে তাদের ভোটাধিকার প্রয়োগে সজাগ ও সচেতন থাকতে হবে।
জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন এবং কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলুসহ অন্যান্য নেতারা।