রাষ্ট্রীয় গোপনীয়তা ফাঁস করার অভিযোগে করা একটি মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। সেইসঙ্গে দেশটির সাবেক পররাস্ট্রমন্ত্রী মোহমুদ কুরেশিকেও ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার (৩০ জানুয়ারি) দেশটির রাজধানী ইসলামাবাদের বিশেষ আদালত এ রায় দিয়েছেন। খবর আল জাজিরা।সাইফার মামলাটি একটি কূটনৈতিক নথির সঙ্গে সম্পর্কিত। পিটিআই দীর্ঘদিন ধরে বলে আসছে, ইমরানকে প্রধানমন্ত্রী পদ থেকে সরিয়ে দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের হুমকির তথ্য ছিল ওই নথিতে। তবে পাকিস্তানের কেন্দ্রীয় তদন্ত সংস্থার অভিযোগপত্রে দাবি করা হয়েছে, পিটিআই প্রধান কখনোই নথিগুলো ফেরত দেননি।