ঢাকা, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪,
সময়: ০৯:৪০:২০ PM

১১ লাখ বাসিন্দাকে গাজা ছাড়তে আল্টিমেটাম

ডেস্ক নিউজ।। দৈনিক সমবাংলা
20-09-2024 09:40:20 PM
১১ লাখ বাসিন্দাকে গাজা ছাড়তে আল্টিমেটাম

ইসরায়েলি সামরিক বাহিনী জাতিসংঘকে বলেছে, ওয়াদি গাজার উত্তরে বসবাসকারী প্রত্যেকের আগামী ২৪ ঘণ্টার মধ্যে দক্ষিণ গাজায় সরে যাওয়া উচিত। জাতিসংঘের এক মুখপাত্র এমনটি জানিয়েছেন।শুক্রবার (১৩ অক্টোবর) বিবিসি এই খবর জানিয়েছে।জাতিসংঘ বলছে, সেখানে বসবাসকারীর সংখ্যা প্রায় ১১ লাখ, যা গাজার মোট জনসংখ্যার প্রায় অর্ধেক। এর মধ্যে ঘনবসতিপূর্ণ গাজা সিটিও রয়েছে।জেরুজালেম সময় বৃহস্পতিবার রাত ১১টায় এই সতর্কতা জারি হয়।এক বিবৃতিতে জাতিসংঘ বলছে, চরম মানবিক পরিস্থিতি ছাড়া এত বিপুল সংখ্যক মানুষকে সরিয়ে নেওয়া অসম্ভব। ইসরায়েল স্থল অভিযান শুরু করার জন্য গাজা সীমান্তে সৈন্য, ভারী কামান ও ট্যাংক জড়ো করছে। আর গেল শনিবার হামাসের হামলার পর থেকে গাজায় বিমান হামলা চালিয়েই যাচ্ছে ইসরাইল।  আল জাজিরা জানিয়েছে, ইসরায়েলি সামরিক বাহিনী গাজা সিটির বেসামরিক জনগণকে দক্ষিণে চলে যেতে বলেছে। তারা বলছে, সামনে গুরুত্বপূর্ণ অভিযান চালানো হবে।  সামরিক বাহিনী গাজা সিটির বাসিন্দাদের বলেছে, বাড়ি ফেরার অনুমতি দিয়ে পরবর্তী ঘোষণা দেওয়ার পরই কেবল তারা  তাদের বাড়িতে ফিরে যেতে পারবে।একই সঙ্গে গাজার বাসিন্দাদেরও বলা হয়েছে, তারা যেন ইসরায়েলের সীমান্ত বেষ্টনীর কাছে কাছে না যায়।