ঢাকা, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫,
সময়: ০৩:১৫:৫৫ AM

মাগুরার সেই শিশুর পাশে তারেক রহমান

স্টাফ রিপোটার।। দৈনিক সমবাংলা
08-03-2025 05:47:55 PM
মাগুরার সেই শিশুর পাশে তারেক রহমান

মাগুরার নির্যাতিত সেই শিশুর মায়ের সঙ্গে ফোনকলে কথা বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় ওই শিশুর বর্তমান পরিস্থিতির খোঁজখবর নেন এবং সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন তিনি।শনিবার (৮ মার্চ) ওই শিশুর মায়ের সঙ্গে কথা বলে শিশুটির শারীরিক অবস্থার খোঁজ নেন তিনি। এ সময় শিশুটির মাকে ন্যায়বিচার পেতে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন তিনি।ফোনালাপে তারেক রহমান বলেন, মাগুরায় বিএনপির যত নেতাকর্মী আছেন, তারা সবাই ওই শিশুর পাশে থাকবেন।ন্যায়বিচার পাওয়ার আশ্বাস দিয়ে তারেক রহমান বলেন, আমাদের পক্ষ থেকে সব ধরনের চেষ্টা করব। শিশুটির সঙ্গে যারা অন্যায় করেছে তারা যেন আইন অনুযায়ী শাস্তি পায়।এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরও বলেন, শিশুটির চিকিৎসার জন্য যা প্রয়োজন আমরা চেষ্টা করব, আমাদের দলের অবস্থান থেকে। শিশুটির মা তার মেয়ের ওপর পাশবিক নির্যাতনের বর্ণনা তুলে ধরেন তারেক রহমানের কাছে। এটা শুনে তিনি আবারও বলেন, আমরা আমাদের অবস্থান থেকে সর্বোচ্চ চেষ্টা করব শিশুটি যাতে ন্যায়বিচার পায়। পরে দলের নেতারা সবসময় তার পাশে থাকবেন বলে আবারও আশ্বস্ত করেন তারেক রহমান। সবশেষে তিনি শিশুটির দ্রুত সুস্থতা কামনা করেন।আট বছরের ওই শিশুকে হত্যাচেষ্টা ও ধর্ষণের অভিযোগে শনিবার মাগুরা সদর থানায় চারজনের নামে মামলা হয়েছে। মামলাটি দায়ের করেছেন ওই শিশুর মা।

 

মামলায় আসামি করা হয়েছে শিশুর বোনের স্বামী সজিব শেখ (১৯), সজিব শেখের ছোট ভাই রাতুল শেখ (১৭) ও সজিবের মা জাহেদা বেগম (৪০), বাবা হিটু শেখকে (৪৭)। এরা চারজনই পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন।

মামলার বিষয়টি নিশ্চিত করে মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম বলেন, এ ঘটনার তদন্ত ও সব ধরনের আইনি প্রক্রিয়া চলমান আছে। মৌখিক অভিযোগের ভিত্তিতে মামলার আসামিদের আগেই গ্রেপ্তার করা হয়েছে। পরে শিশুটির মায়ের অভিযোগের ভিত্তিতে তাদের এজাহারভুক্ত করা হয়েছে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত শিশুটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শুক্রবার (০৭ মার্চ) রাত থেকে লাইভ সাপোর্টে রয়েছে বলে নিশ্চিত করেছেন পুলিশের এই কর্মকর্তা।বুধবার (৫ মার্চ) রাতে মাগুরা শহরের নিজনান্দুয়ালী এলাকায় বোনের বাড়িতে বেড়াতে এসে ধর্ষণ ও হত্যাচেষ্টার শিকার হয় শিশুটি।