ঢাকা, বুধবার, ১২ মার্চ ২০২৫,
সময়: ০১:৫০:২৭ AM

নারী জাতিকে মর্যাদা দিতে যত্নশীল হোন:জামায়াত

স্টাফ রিপোটার।। দৈনিক সমবাংলা
08-03-2025 05:36:25 PM
নারী জাতিকে মর্যাদা দিতে যত্নশীল হোন:জামায়াত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘নারী জাতিকে তাদের প্রাপ্য সঠিক মর্যাদা দেওয়ার ব্যাপারে যতœশীল হোন। কারণ আপনার একজন মা আছেন, বোন এবং মেয়েও থাকতে পারে।’ আজ শনিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ পোস্টে তিনি এসব কথা বলেছেন। ওই পোস্টে তিনি আরো লিখেছেন, ‘আদর্শিক সৌন্দর্য দিয়ে মানুষকে আকৃষ্ট করাই উত্তম।তার ফলাফল সব সময় চমৎকার।’