ঢাকা, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬,
সময়: ১১:১৪:০৪ AM

শান্ত রাজবাড়ী অশান্ত রাজপথ,গুলি ও হামলা

রাজবাড়ী জেলা সংবাদদাতা
05-01-2026 07:12:44 PM
শান্ত রাজবাড়ী অশান্ত রাজপথ,গুলি ও হামলা

হঠাৎ করে রাজবাড়ীর শান্ত রাজপথ অশান্ত হয়ে উঠেছে।  অহ রহ ঘটছে , হামলা ও গুলি বর্ষনের মত ঘটনা। আইনশৃঙ্খলা পরিস্থিতির  চরম অবনতি। ক্ষোদ জীবনের নিরাপত্তার জন্য সংবাদ সম্মেলন করেছেন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা। জাতীয় নির্বাচন যতই ঘনিয়ে আসছে, ততই পরিস্থিতি উত্তপ্ত হচ্ছে। সক্রিয় হওয়ার চেষ্টা করছে সন্ত্রসারী। রাজনৈতিক অঙ্গনসহ জনমতে বাড়ছে উদ্বেগ।গত বুধবার  দিবাগত রাত সাড়ে ১১টার দিকে শহরের বিনোদপুর এলাকায় দুর্বৃত্তদের ছোড়া গুলিতে সিফাত (১২) এক শিশু গুলিবিদ্ধ হয়। সিফাত বর্তমানে ঢাকায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়েছে। এই ঘটনার রেশ না কাটতেই বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে রাজবাড়ী আদালত থেকে জামিন প্রাপ্ত আসামী জেল থেকে বের হওয়ার সময় ৮ থেকে ১০ জন অজ্ঞাত যুবক নয়ন মন্ডলকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি। 
একই দিনে দিবাগত রাতে রাজবাড়ীর পাংশা উপজেলার সরিষা ইউনিয়নের বিএনপি নেতা ইবাদত মোল্লার বাড়িতে বোমা হামলার ঘটনা ঘটেছে। ইবাদত মোল্লা সরিষা ইউনিয়নের ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি ও মোহাম্মদ বদিরুদ্দিন মোল্লার ছেলে। রাজনীতির পাশাপাশি তিনি কৃষি কাজ করেন। এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। 
জেলা শহরের মধ্যে গুলির ঘটনায় সাধারণ মানুষ উদ্বেগ প্রকাশ করছেন।  দ্রুত সময়ের মধ্যে আসামীদের গ্রেফতার দাবি করেছেন স্থানীয়রা।
এদিকে  জীবনের নিরাপত্তা চেয়ে ৩১ ডিসেম্বর (বুধবার) নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করেছেন জেলা যুবদলের সাবেক সভাপতি আবুল হাসেম সুজন। তিনি ২০১৩ সালে জেলার শ্রেষ্ঠ করতাদা নির্বাচিত হয়েছেন। এই ঘটনার ২৮ ডিসেম্বর (রবিবার) স্থানীয় একটি পত্রিকার অফিসে সংবাদ সম্মেলন করে জীবনের নিরাপত্তা চেয়েছেন রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মাহাম্মুদ হাসান কাজল। এ ঘটনায় তিনি জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে লিখিত আবেদন করেছেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে মেহেদী হাসান জয় লেখেন, রাজবাড়ীতে মাদক বিক্রেতা ও ক্রেতার সংখ্যা, অস্ত্র বিক্রেতা ও ক্রেতার সংখ্যা দিন দিন বেড়েই যাচ্ছে। চারদিকে যেন অস্ত্রের ঝনঝনানি গুলি আর গুলি।
মাসুদুল ইসলাম সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখেন, রাজবাড়ীতে একই দিনে জেলখানায় গেইটে এবং কলেজ পাড়ায় সন্ত্রাসীরা গুলি ছুঁড়েছে। এতে এক শিশু গুলিবিদ্ধ হয়েছে। এদের পিছনের শক্তি অথবা অভিভাবক কারা তাদেরকে চিহ্নিত করে প্রকাশ করে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। এদের পক্ষে কোন আইনজীবী কাজ করলে তাদের রিবুদ্ধেও কঠোর ব্যবস্থা নিতে হবে।
বৈষম্যবিরোধ ছাত্র আন্দোলনের রাজবাড়ী জেলা শাখার আহবায়ক। মো. রাশিদুল ইসলাম রাশেদ বলেন, গুলি আর বোমার ঘটনা সত্যি উদ্বেগ জনক। একজন শিশু গুলিবিদ্ধ হয়েছে। পুলিশ এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি। আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর চরম ব্যর্থতা। রাজবাড়ীতে সাধারণ মানুষের নিরাপত্তা নেই।  
শহরের মধ্যে গুলির ঘটনার সত্যতা জানিয়েছেন রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খোন্দকার জিয়াউর রহমান। তিনি বলেন, গুলির ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। প্রকৃত রহস্য উৎঘাটতে পুলিশ কাজ করছে।
পুলিশ সুপার মনজুর মোরশেদ বলেন, রাজবাড়ীতে শিশুর ওপর গুলির ঘটনা নিয়ে পুলিশ কাজ শুরু করেছে। নির্বাচনের আগে অবৈধ অস্ত্র উদ্ধার করা হবে। এরই মাঝে জেলা গোয়েন্দা পুলিশ দুইটি পিস্তলসহ চারজনকে গ্রেফতার করেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে পুলিশ কাজ করে যাচ্ছে।