ঢাকা, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬,
সময়: ০৩:৫০:৫৮ PM

প্রত্যাশা পূরণে সচেষ্ট থাকব: মাহদী

ষ্টাফ রিপোটার।। দৈনিক সমবাংলা
04-01-2026 01:41:29 PM
প্রত্যাশা পূরণে সচেষ্ট থাকব: মাহদী

হবিগঞ্জ: জামিনে মুক্তি পাওয়ার পর সর্বস্তরের ছাত্র-জনতা, জুলাই যোদ্ধা ও গণমাধ্যমকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন হবিগঞ্জের সদস্যসচিব মাহদী হাসান।রোববার (৪ জানুয়ারি) সকাল ১১টার দিকে আদালত থেকে বের হয়ে প্রধান ফটকে প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি এই কৃতজ্ঞতা জানান।মাহদী হাসান বলেন, পুরো দেশের জুলাই যোদ্ধা ও ছাত্র-জনতা, দলমত, নির্বিশেষে যেভাবে আমার পাশে দাঁড়িয়েছেন, তাতে আমার দায়বদ্ধতা আরও বেড়েছে। এই ঋণ কখনো শোধ করা সম্ভব নয়।তবে ইনশাল্লাহ, জীবনের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেও সবার প্রত্যাশা পূরণে সচেষ্ট থাকব।
এর আগে রোববার সকাল সাড়ে ১০টার দিকে হবিগঞ্জের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল মান্নান ২শ টাকার মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন। সকাল সাড়ে সাতটার দিকে তাকে আদালতে হাজির করা হয়।

জামিনের পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কয়েকশ নেতাকর্মী আদালত চত্বর থেকে হবিগঞ্জ শহরের প্রধান সড়ক পর্যন্ত মিছিল করেন।

পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়ক থেকে মাহদী হাসান গাড়িতে করে নিজ বাসার উদ্দেশে রওনা দেন।
এর আগে পুলিশ ১৪৩ ধারায় মামলা দিয়ে মাহদী হাসানকে আদালতে সোপর্দ করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১ জানুয়ারি) রাত ১২টার দিকে শায়েস্তাগঞ্জ থানা-পুলিশ এনামুল হাসান নয়ন নামের এক তরুণকে আটক করে। তিনি শায়েস্তাগঞ্জ উপজেলার কলিমনগর গ্রামের আনোয়ার আলীর ছেলে।স্থানীয় ছাত্রলীগের কমিটিতে তার সহসভাপতি হিসেবে নাম রয়েছে।
নয়নকে আটকের প্রতিবাদে শুক্রবার (২ জানুয়ারি) মাহদী হাসানের নেতৃত্বে থানার সামনে আন্দোলন শুরু হয়। বেলা ১২টার দিকে ছাত্র-জনতা থানা অবরোধ কর্মসূচি পালন করে। দুপুর আড়াইটার দিকে জেলা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শহীদুল ইসলাম ঘটনাস্থলে যান। পরে বিকেল তিনটার দিকে নয়নকে মুক্তি দেওয়া হয়।

অভিযোগ রয়েছে, আন্দোলন চলাকালে মাহদী হাসান থানার ওসির কক্ষে ঢুকে হুমকিমূলক বক্তব্য দেন। এ অভিযোগে পুলিশ মামলা দায়ের করে তাকে গ্রেপ্তার করে।