বিএনপি চেয়ারপারসন ও তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি, অন্তর্র্বতী সরকারের প্রধান উপদেষ্টা, উপদেষ্টা পরিষদের সদস্য, তিন বাহিনীর প্রধান এবং বিএনপি।বুধবার (৩১ ডিসেম্বর) বিকেলে জিয়া উদ্যানে রাষ্ট্রীয় মর্যাদায় খালেদা জিয়ার দাফন সম্পন্ন হওয়ার পর একে একে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।প্রথমে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পক্ষ থেকে খালেদা জিয়ার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর অন্তর্র্বতী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পক্ষ থেকে ফুল দেওয়া হয়।পরে উপদেষ্টা পরিষদের সদস্যরা পর্যায়ক্রমে শ্রদ্ধা জানান।বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির পক্ষ থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মরহুমা নেত্রীর কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর পক্ষ থেকে পৃথকভাবে শ্রদ্ধা জানানো হয়। একই সঙ্গে পুলিশের মহাপরিদর্শকের (আইজিপি) পক্ষ থেকেও ফুল দেওয়া হয়।
শ্রদ্ধা নিবেদন শেষে তিন বাহিনীর পক্ষ থেকে রাষ্ট্রীয় সালাম প্রদান করা হয়। পরে মরহুমা খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
এর আগে বিকেল ৩টায় মানিক মিয়া অ্যাভিনিউয়ে সাবেক এ প্রধানমন্ত্রীর জানাজা অনুষ্ঠিত হয়। এতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে লাখ লাখ মানুষ অংশ নেন।সেখানে খালেদা জিয়ার পুত্র বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার মায়ের জন্য সবার কাছে দোয়া চান।
দীর্ঘদিন অসুস্থ থাকার পর মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় খালেদা জিয়া ইন্তেকাল করেন।