ঢাকা, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৬,
সময়: ০৬:৩২:৫৮ PM

শাহবাগে সর্বাত্মক অবরোধ:২৪ দিনেবিচার দাবি

ষ্টাফ রিপোটার।। দৈনিক সমবাংলা
29-12-2025 04:38:37 PM
শাহবাগে সর্বাত্মক অবরোধ:২৪ দিনেবিচার দাবি

ঢাকা নির্বাচনী অঞ্চলের গুরুত্বপূর্ণ ৮ আসনে স্বতন্ত্র নির্বাচন করতে চাওয়া ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির হত্যার বিচার আগামী ২৪ দিনে শেষ করাসহ চার দাবিতে শাহবাগে সর্বাত্মক অবরোধ কর্মসূচি চলছে। ইনকিলাব মঞ্চ এ কর্মসূচি পরিচালনা করছে। সোমবার (২৯ ডিসেম্বর) বিকেল পৌনে চারটায় সরেজমিনে ইনকিলাব মঞ্চ ও সাধারণ জনগণকে এই কর্মসূচিতে দেখা যায়। জানা গেছে, দুপুর দুইটা থেকে তারা শাহবাগ অবরোধ করে অবস্থান করছেন।আন্দোলনরতদের সঙ্গে কথা বলে জানা গেছে, ইনকিলাব মঞ্চের আহ্বানে এ কর্মসূচিতে দেশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নিয়েছেন। অনেকেই পরিবারের সদস্যদের নিয়ে এসেছেন।এর আগে রোববার দুপুর ২টা থেকে তারা শাহবাগ অবরোধ করেন। পরে রাত দশটায় আজকের কর্মসূচি ঘোষণা করেন আব্দুল্লাহ আল জাবের। তিনি সোমবার দুপুর ২টায় দেশের সকল বিশ্ববিদ্যালয়, কওমি ও আলিয়া মাদরাসা, স্কুল-কলেজ এবং ‘স্বাধীনতাকামী জনগণ’কে শাহবাগে আসার আহবান জানান।
এ সময় তিনি নতুন ৪ দফা ঘোষণা দেন। দাবিগুলোর মধ্যে রয়েছে, ১. যে বা যারা ওসমান হাদিকে খুন করেছে, যারা খুনের পরিকল্পনা করেছে এবং যারা খুনের সহায়তা করেছে, তাদেরকে আগামী ২৪ দিনের মধ্যে তাদের বিচার করতে হবে।

২. বাংলাদেশে যে সকল ভারতীয়রা কাজ করে, বাংলাদেশের স্বাধীনতা টিকিয়ে রাখার জন্য তাদের ওয়ার্ক পারমিট বাতিল করতে হবে।৩. খুনি হাসিনাসহ যারা বাংলাদেশে ১৭ বছর ঘুম ও খুন করে মানুষের জীবনকে জাহান্নাম বানিয়ে ভারতে আশ্রয় নিয়েছে, তাদেরকে যদি ফেরত দেয়া না হয়, তাহলে বাংলাদেশকে আন্তর্জাতিক আদালতে ভারতের বিরুদ্ধে মামলা করতে হবে।

৪. সিভিল-মিলিটারি-ইন্টেলিজেন্সের মধ্যে লুকিয়ে থাকা ফ্যাসিস্টের দোসরদের চিহ্নিত করে গ্রেপ্তার ও বিচারের মুখোমুখি করতে হবে।