শেরপুরে কর্মরত সাংবাদিকদের সাথে পরিচিতি সভা ও মতবিনিময় করেছেন নবাগত সদর উপজেলা নির্বাহী অফিসার মিজ্ মাহবুবা হক।২৩ ডিসেম্বর মঙ্গলবার বিকেলে উপজেলার মিলনায়তন হল রুমে এ পরিচিত ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার মিজ্ মাহবুবা হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন, শেরপুর প্রেস ক্লাবের কার্যকরী সভাপতি রফিক মজিদ, সাংগঠনিক সম্পাদক আবু হানিফ, কোষাধ্যক্ষ জুবায়দুল ইসলাম, প্রচার সম্পাদক জাহিদুল খান সৌরভ, দপ্তর সম্পাদক নাঈম ইসলাম, ক্রীড়া সম্পাদক মনিরুজ্জামান রিপন, নির্বাহী সদস্য শহিদুল ইসলাম হীরা, নির্বাহী সদস্য সুলতান আহম্মেদ ময়না, দেশ টিভির জেলা প্রতিনিধি তরিকুল ইসলাম, একাত্তর টিভির জেলা প্রতিনিধি শাকিল মুরাদ প্রমুখ। এসময় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ্ মাহবুবা হক উপজেলার সার্বিক উন্নয়ন ও অগ্রযাত্রায় সাংবাদিকদের ইতিবাচক সহযোগিতা কামনা করেন।মত বিনিময় সভায় শেরপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।উল্লেখ্য, ৩৫ তম বিসিএস ব্যাচের নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ মাহবুবা হক পরিকল্পনা বিভাগের সিনিয়র সহকারি সচিব হিসেবে এবং দেশের বিভিন্ন উপজেলায় ইউএনও হিসেবে কর্মরত ছিলেন।