দীর্ঘ দেড় যুগ পর বিএনপির নয়াপল্টন কার্যালয়ে এসেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।সোমবার (২৯ ডিসেম্বর) বিকেল ৩টা ৩৫ মিনিটে রাজধানীর নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে আসেন তিনি। তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে বর্ণিল সাজে সাজানো হয়েছে দলীয় কার্যালয়।দেখা গেছে তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানিয়ে বরণ করছেন বিএনপির কেন্দ্রীয় দপ্তরের কর্মকর্তারা।দলটির হাজার হাজার নেতাকর্মী সকাল থেকেই নয়াপল্টন এলাকায় জড়ো হচ্ছেন। তাদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও প্রাণচাঞ্চল্য দেখা যাচ্ছে।