ঢাকা, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫,
সময়: ০৯:০৪:৪৪ PM

গুলিস্তানে শপিং কমপ্লেক্সে আগুন

স্টাফ রিপোটার।। দৈনিক সমবাংলা
26-12-2025 06:31:22 PM
গুলিস্তানে শপিং কমপ্লেক্সে আগুন

রাজধানীর গুলিস্তান জিরো পয়েন্টের একটি শপিং কমপ্লেক্সে আগুন লেগেছে। খবর পেয়ে সেখানে গিয়ে কাজ করছে সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের ছয়টি ইউনিট।শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেল ৫টা ২৮ মিনিটে খদ্দর বাজার শপিং কমপ্লেক্সের আটতলা ভবনের ছাদের ওপর গোডাউনে এ অগ্নিকাণ্ড ঘটে।ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন এ তথ্য জানান। তিনি বলেন, আগুন নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছেন ফায়ার সার্ভিসের সদস্যরা। আগুনের সূত্রপাত সম্পর্কে এখনো কিছুই জানা যায়নি। তবে হতাহত অথবা ভবনে কেউ আটকে পড়েছে কিনা এই বিষয়গুলো এখনো জানা যায়নি।