ঢাকা, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫,
সময়: ১০:০৬:২৭ PM

গাজীপুর-১ আসনে লেবার পার্টির প্রার্থী ইরাদ সিদ্দিকী

স্টাফ রিপোটার।। দৈনিক সমবাংলা
23-12-2025 06:26:39 PM
গাজীপুর-১ আসনে লেবার পার্টির প্রার্থী ইরাদ সিদ্দিকী

গাজীপুর-১ (কালিয়াকৈর ও সদর আংশিক) আসনে বাংলাদেশ লেবার পার্টির আনারস প্রতীকের সংসদ সদস্য প্রার্থী চৌধুরী ইরাদ আহমেদ সিদ্দিকী।
 (মঙ্গলবার) দুপুরে লেবার পার্টির ৮৫/১ নয়া পল্টনের মিডিয়া সেন্টারে চৌধুরী ইরাদ আহমেদ সিদ্দিকী বাংলাদেশ লেবার পার্টিতে যোগদান শেষে তার হাতে আনারস প্রতীক তুলে দেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডাঃ মোস্তাফিজুর রহমান ইরান।এসময় লেবার পার্টির ভাইস চেয়ারম্যান এডভোকেট জোহরা খাতুন, ভারপ্রাপ্ত মহাসচিব খন্দকার মিরাজুল ইসলাম, যুগ্ম মহাসচিব মোঃ হেলাল উদ্দিন চৌধুরী, মহিলা সম্পাদিকা নাসিমা নাজনীন সরকার ও দফতর সম্পাদক মোঃ মিরাজ খান উপস্থিত ছিলেন। উল্লেখ্য : তিনি বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য ও মন্ত্রী চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকীর জ্যেষ্ঠপুত্র।