শেরপুর ও ময়মনসিংহ সীমান্ত দিয়ে মাদক পাচারের অভিনব কৌশল নসাৎ করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। ময়মনসিংহের ৩৯ ব্যাটালিয়নের বিশেষ অভিযানে সীমান্ত সংলগ্ন বিভিন্ন স্পর্শকাতর পয়েন্ট থেকে ৫২৭ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়েছে। গত ২৭ নভেম্বর ২০২৫ তারিখে ময়মনসিংহ ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় দিনভর এই পৃথক সাঁড়াশি অভিযানগুলো পরিচালিত হয়। বিজিবি সূত্রে প্রাপ্ত তথ্যে জানা গেছে যে অত্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার বাবেলাকোনা ও ঝিনাইগাতী উপজেলার কালাপানি এবং ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার নামছাপাড়া সীমান্ত এলাকায় বিশেষ নজরদারি ও টহল জোরদার করা হয়। চোরাকারবারিরা যখন দুর্গম এলাকা দিয়ে অবৈধ পথে ভারতীয় মদ পাচারের চেষ্টা করছিল তখন বিজিবির টহল দল তাদের ধাওয়া করে। বিজিবি সদস্যদের আকস্মিক উপস্থিতি ও তৎপরতা টের পেয়ে চোরাকারবারিরা গ্রেপ্তার এড়াতে মালামাল ফেলে দ্রুত ঘন জঙ্গল ও অন্ধকারের সুযোগ নিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে উক্ত স্থানগুলোতে বিজিবির পক্ষ থেকে ব্যাপক তল্লাশি চালানো হয় এবং পরিত্যক্ত অবস্থায় বিপুল পরিমাণ বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় মদ জব্দ করা হয়। বিজিবির হিসাব অনুযায়ী জব্দকৃত এই মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ৭ লক্ষ ৯০ হাজার ৫০০ টাকা। ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান গণমাধ্যমকে জানিয়েছেন যে সীমান্তে মাদক নির্মূলে তারা জিরো টলারেন্স নীতি কঠোরভাবে অনুসরণ করছেন। আন্তর্জাতিক সীমানা রক্ষা এবং সব ধরণের অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান বন্ধে বিজিবির ২৪ ঘণ্টা টহল কার্যক্রম ও কড়া নজরদারি অব্যাহত রয়েছে। দেশের যুবসমাজকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করতে বিজিবির এই কঠোর অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলে প্রেস বিজ্ঞপ্তিতে নিশ্চিত করা হয়েছে।