ঢাকা, শুক্রবার, ২ জানুয়ারী ২০২৬,
সময়: ১০:১০:০৭ PM

দাদা-দাদির কবর জিয়ারত করলেন জাইমা রহমান

স্টাফ রিপোট।। দৈনিক সমবাংলা
02-01-2026 07:56:59 PM
দাদা-দাদির কবর জিয়ারত করলেন জাইমা রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান তার দাদা ও দাদির কবর জিয়ারত করেছেন।শুক্রবার (২ জানুয়ারি) সকাল ১০টার পর তিনি রাজধানীর জিয়া উদ্যানে অবস্থিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন।এ সময় জাইমা রহমানের সঙ্গে উপস্থিত ছিলেন তার চাচি প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান এবং পরিবারের ঘনিষ্ঠ সদস্যরা। কবর জিয়ারতের সময় জাইমা রহমানকে দাদা-দাদির সমাধির পাশে দোয়া করতে দেখা যায়।প্রসঙ্গত, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গত ৩০ ডিসেম্বর মৃত্যুবরণ করেন। পরদিন ৩১ ডিসেম্বর রাষ্ট্রীয় মর্যাদায় তাকে তার স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধির পাশে দাফন করা হয়।