রাজবাড়ী থেকে করিম ইসহাক, রাজবাড়ীর কালুখালী উপজেলার দুর্গাপুর নামক স্থানে সিমেন্ট ভর্তি ট্রাকের ধাক্কায় নসিমনের আলমাস ( ৩৫ ) নামে এক যাত্রী নিহত এবং মহিলা সহ ৯ জন গুরুতর ভাবে আহত হয়েছে। আহতদের রাজবাড়ী ও ফরিদপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে। ঘটনা টি ঘটেছে বুধবার ( ৩১ ডিসেম্বর ) বেলা ১ টায়। পাংশ হাইওয়ে থানার ওসি মাকসুদুর রহমান মুরাদ জানান, দুুর্ঘটনা কবলিত নাসিমনটি নাটর থেকে ৯ জন যাত্রী নিয়ে রাজবাড়ী যাওয়ার পথে কালুখলী উপজেলার রাজবাড়ী কুষ্টিয়া সড়কের দুর্গাপুর ব্রীজের কাছে৷ পৌঁছিলে রাজবাড়ী থেকে সিমেন্ট ভর্তি ট্রাক এসে উক্ত নসিমনকে চাপা দিলে ট্রাক ও নসিমন উল্টে পড়ে যায়। এ সময় নসিমনে থাকা ৯ যাত্রী গুরুতর ভাবে আহত এবং ১ জন ট্রাকের চাকার নীচ আটকে পড়ে মারা যায়।