ঢাকা, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪,
সময়: ০১:৪৫:৪০ AM

‘নিউ ইয়ার এ জিতবে সবাই’ রিয়েলমি কেনার সুযোগ

স্টাফ রিপোর্টার
12-12-2024 01:45:40 AM
‘নিউ ইয়ার এ জিতবে সবাই’ রিয়েলমি কেনার সুযোগ

নতুন বছরে ক্রেতাদের স্মার্টফোন ব্যবহারে বাড়তি মাত্রা যোগ করতে তরুণদের পছন্দের ব্র্যান্ড রিয়েলমি নির্দিষ্ট কিছু স্মার্টফোনে ছাড় সুবিধা দিচ্ছে। নতুন বছরে দারাজের ‘নিউ ইয়ার এ জিতবে সবাই’ শীর্ষক ক্যাম্পেইন চলাকালীন ক্রেতারা ৩৪০০ টাকা পর্যন্ত ছাড় সুবিধায় নির্দিষ্ট মডেলের রিয়েলমি স্মার্টফোন ক্রয় করতে পারবেন। ক্যাম্পেইনটি ০৬ জানুয়ারি শুরু হয়েছে, যা ২৩ জানুয়ারি পর্যন্ত চলবে। 

এ ক্যাম্পেইন চলাকালীন সময়ে রিয়েলমি’র যেসব ফোন ক্রয়ে ক্রেতারা বিভিন্ন অফার উপভোগ করতে পারবেন সেগুলো হলো: রিয়েলমি সি৩০, রিয়েলমি সি১১ (৪জিবি/৬৪জিবি), রিয়েলমি সি২৫ওয়াই (৪জিবি/৬৪জিবি), রিয়েলমি সি৩১, নারজো ৫০এ প্রাইম, রিয়েলমি সি৩৫ (৪জিবি/১২৮জিবি), রিয়েলমি নারজো ৫০ (৪জিবি/৬৪জিবি), রিয়েলমি ৯আই (৬জিবি/১২৮জিবি), রিয়েলমি সি৩৫ (৬জিবি/১২৮জিবি), রিয়েলমি প্যাড মিনি, রিয়েলমি নারজো ৫০ (৬জিবি/১২৮জিবি), রিয়েলমি ৮, রিয়েলমি ৯, রিয়েলমি ৯ প্রো, রিয়েলমি জিটি মাস্টার এডিশন, রিয়েলমি ৯ প্রো+, রিয়েলমি জিটি নিও ২, রিয়েলমি সি৩৩ (৩/৩২জিবি), রিয়েলমি সি৩৩ (৪/৬৪জিবি)। 

এ ডিভাইসগুলো ৩৪০০ টাকা পর্যন্ত ছাড় সুবিধায় কেনা যাবে। এছাড়া, শুন্য শতাংশ (০%) ইন্টারেস্টে ইএমআই সুবিধা গ্রহণ করেও এই ফোনগুলো ক্রয় করা যাবে। সর্বোচ্চ গ্রাহকসন্তুষ্টি নিশ্চিত করতে ডিভাইগুলো ক্রয়ে ক্রেতাদের জন্য এক্সপ্রেস ডেলিভারি সার্ভিস সুবিধাও থাকছে। এক্সপ্রেস ডেলিভারির আওতায় ক্রেতাদের সেইম-ডে ডেলিভারি, অর্থাৎ অর্ডারের দিনেই কাঙ্ক্ষিত ডিভাইস ক্রেতাদের কাছে পৌঁছে দিয়ে ক্রেতাদের জীবন সহজ করবে দারাজের এক্সপ্রেস ডেলিভারি সার্ভিস।