ঢাকা, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫,
সময়: ০৮:৪৬:১১ AM

কলারোয়ায় ইউপি সদস্যকে পিটিয়ে হত্যার চেষ্টা

আলম হোসেন কলারোয়া প্রতিনিধি,
30-07-2024 12:32:01 PM
কলারোয়ায় ইউপি সদস্যকে পিটিয়ে হত্যার চেষ্টা

কলারোয়া: কলারোয়ায় ইউপি সদস্যকে পিটিয়ে হত্যার চেষ্টা করেছে সন্ত্রাসীরা। ঘটনাটি ঘটেছে-সোমবার (২৯জুলাই) বেলা ৪টার দিকে উপজেলার কেঁড়াগাছি ইউনিয়নের বোয়ালিয়া বাজারে। আহত ইউপি সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম (৪৭) জানান-তার পৈত্রিক ভিটা বাড়ীর জমি নিয়ে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছে। এনিয়ে কলারোয়া থানায় একটি অভিযোগ দেয়া হয়েছে। থানা পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত করছেন। ইতিমধ্যে সোমবার বিকেলে ওই জমির সূত্র নিয়ে পূর্ব পরিকল্পিত ভাবে তিনি বোয়ালিয়া বাজারের সাইদুলের চায়ের দোকানের সামনে পৌছালে আগে থেকে ওৎ পেতে থাকা বোয়ালিয়া গ্রামের জয়নুদ্দিন গাজীর ছেলে পলাশ হোসেন ও মোকলেছুর রহমান বাবু লোহার রড দিয়ে এলোপাতাড়ী ভাবে পিটিয়ে হত্যার চেষ্টা করে। এসময় তার ডাক চিৎকারে ওই এলাকার মৃত নুর ইসলামের ছেলে কৃষক গোলাম রসুল (৪৫) এগিয়ে এসে তাকে বাচানোর চেষ্টা করলে তাকেও ধরে বেধড়ক মারপিট করা হয়। সন্ত্রাসীদের হামলায় ইউপি সদস্য নজরুল ইসলামের ডান পাশের একটি চোখ ও কৃষক গোলাম রসুলের একটি হাত ভেঙ্গে গেছে। পরে এলাকাবাসী আহত ইউপি সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম ও কৃষক গোলাম রসুলকে উদ্ধার করে কলারোয়া সরকারি হাসপাতালে নিয়ে ভর্তি করে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনা স্থান পরিদর্শন করেছেন।