ঢাকা, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪,
সময়: ০৮:০৯:০৪ AM

নাপোলিকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের দ্বারপ্রান্তে বোলোনিয়া

মনির হোসাইন।। ষ্টাফ রিপোটার।। দৈনিক সমবাংলা
12-05-2024 07:40:50 PM
নাপোলিকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের দ্বারপ্রান্তে বোলোনিয়া

নাপোলিকে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের খেলার অনেকটাই কাছাকাছি পৌঁছে গেছে বোলোনিয়া। আগের মৌসুমের চ্যাম্পিয়ন নাপোলি এবারের লিগে ১২তম পরাজয়ে টেবিলের অষ্টম স্থানে রয়েছে। ম্যাচের শুরু দিকের ডান এনডোয়ে ও স্টিফান পোশো দুই গোলে থিয়াগো মোত্তার বোলোনিয়ার তৃতীয় স্থানে ওঠা নিশ্চিত হয়। এই জয়ে জুভেন্টাসকে এক পয়েন্ট ও ষষ্ঠ স্থানে থাকা রোমাকে সাত পয়েন্টে পিছনে ফেলেছে বোলোনিয়া। টেবিলের শীর্ষ পাঁচ দল আগামী মৌসুমে ইউরোপীয়ান আসরে খেলার সুযোগ পাবে। ১৯৬৪ সালে পুরোনো ইউরোপীয়ান কাপে একটি ম্যাচ খেলার সুযোগ পেয়েছিল বোলোনিয়া। ঐ একই বছর তারা সাতটি লিগ শিরোপার শেষটি জয় করেছিল। কিন্তু কখনই আধুনিক যুগের চ্যাম্পিয়ন্স লিগে খেলার সুযোগ পায়নি।  ম্যাচ শেষে মোত্তা বলেছেন, ‘চ্যাম্পিয়ন্স লিগের থেকেও আমি সবচেয়ে খুশী হয়েছি ভাল কিছু দলের বিপক্ষে সত্যিকার অর্থেই আমার দল অনেক ভাল খেলেছে। এই মুহূর্ত উপভোগের জন্য আমি সবটুকু দেবার চেষ্টা করেছি। আমার ছেলেরা সত্যিই অসাধারন।’
দলের তারকা ফরোয়ার্ড জসুয়া জিরকি ৭২ মিনিটে উরুর ইনজুরিতে আক্রান্ত হয়ে মাঠত্যাগ করা ছিল কালকের ম্যাচে বোলোনিয়ার একমাত্র নেতিবাচক দিক। ডাচম্যান জিরকি এখনো ইউরো ২০২৪’এ সিনিয়র দলে প্রথমবারের মত ডাক পাবার অপেক্ষায় রয়ছে। তার এই ইনজুরিতে পুরো বোলোনিয়া শিবিরে হতাশা নেমে এসেছে। 
বিরতির সময় নাপোলিকে নিয়ে সমর্থকরা দুয়ো ধ্বনি দিয়েছে। গত মৌসুমে শিরোপা জয়ী দলটি এবার কোনভাবেই নিজেদের মেলে ধরতে পারেনি। শিরোপা ধরে রাখা তো দুরের কথা, ইউরোপ থেকেও তারা ছিটকে গেছে। ২০ মিনিটে ভিক্টর ওশিমেন পেনাল্টি আদায় করে নিলে স্বাগতিক নাপোলির সামনে সুযোগ ছিল ম্যাচে ফিরে আসার। কিন্তু মাত্তেও পলিটানোর দূর্বল স্পট কিকটি সহজেই রুখে দেন বোলোনিয়া গোলরক্ষক ফেডেরিকো রাভাগ্লিয়া।