ঢাকা, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫,
সময়: ০৯:০৮:৩২ PM

১৭ ডিসেম্বর শুরু হবে অমর একুশে বইমেলা

স্টাফ রিপোটার।। দৈনিক সমবাংলা
18-09-2025 07:58:23 PM
১৭ ডিসেম্বর শুরু হবে অমর একুশে বইমেলা

চলতি বছরের ১৭ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে অমর একুশে বইমেলা। ২০২৬ সালের ১৭ জানুয়ারি পর্যন্ত চলবে বাঙালির প্রাণের এই মেলা। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বাংলা একাডেমির শহীদ মুনির চৌধুরী সভাকক্ষে অমর একুশে বইমেলা-২০২৬ এর তারিখ নির্ধারণ সংক্রান্ত এক সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়।২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচন ও রমজানের সময়সূচি বিবেচনায় এবার আগেভাগেই মেলা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সভায় জানানো হয়।এতে সভাপতিত্ব করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. মফিদুর রহমান। সভায় আরও উপস্থিত ছিলেন- বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম, একাডেমির সচিব, পরিচালকরা এবং বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির প্রতিনিধিরা। অমর একুশে গ্রন্থমেলা বাংলাদেশের ঐতিহ্যবাহী মেলাগুলোর অন্যতম। প্রতি বছর ফেব্রুয়ারি মাসজুড়ে এই মেলা অনুষ্ঠিত হয়।আগে বাংলা একাডেমি প্রাঙ্গণে মাসজুড়ে এই মেলা হলেও ২০১৪ সাল থেকে সোহরাওয়ার্দী উদ্যান পর্যন্ত মেলা সম্প্রসারণ করা হয়। তবে বাংলা একাডেমি প্রাঙ্গণেও মেলার একটি অংশ আয়োজন করা হয়। সর্বশেষ গত ফেব্রুয়ারিতে বইমেলা-২০২৫ অনুষ্ঠিত হয়। অন্তর্র্বতী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনুস মেলার উদ্বোধন করেছিলেন। মেলায় বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যানে অংশ নিয়েছিল ৭০৮টি প্রতিষ্ঠান। বরাদ্দ হয়েছিল ১ হাজার ৮৪ ইউনিটের স্টল, যা আগের বছরের তুলনায় বেশি।